Panchayat Election 2023: সেই শিব ঠাকুরের স্ত্রী এবার তৃণমূল প্রার্থী
দুবরাজপুর ব্লকে মনোনয়ন পত্র দাখিল করতে এলেন দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিব ঠাকুর মণ্ডলের স্ত্রী লিপিকা মণ্ডল। উল্লেখ্য, শিব ঠাকুর মণ্ডলের অভিযোগের ভিত্তিতে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ। আসানসোলের জেল থেকে অনুব্রত মণ্ডল কে আনা হয়েছিল দুবরাজপুরে। পুলিশ হেফাজত নেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে
অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগের মামলাকারী শিব ঠাকুর মন্ডলের স্ত্রীকে পঞ্চায়েতের টিকিট দিল তৃণমূল। দুবরাজপুর ব্লকে মনোনয়ন পত্র দাখিল করতে এলেন দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিব ঠাকুর মণ্ডলের স্ত্রী লিপিকা মণ্ডল। উল্লেখ্য, শিব ঠাকুর মণ্ডলের অভিযোগের ভিত্তিতে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ। আসানসোলের জেল থেকে অনুব্রত মণ্ডল কে আনা হয়েছিল দুবরাজপুরে। পুলিশ হেফাজত নেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। এবার পঞ্চায়েতের টিকিট পেল তার বিরুদ্ধে মামলাকারী স্ত্রী। এ বিষয়ে বীরভূম জেলার সিপিআইএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ জানিয়েছেন অনুব্রত মণ্ডলের নির্দেশেই তার বিরুদ্ধেই মামলা করানো হয়েছিল। এবং তার বিরুদ্ধে মামলা করার জন্য এটা পুরস্কার দিল তৃণমূল। অনুব্রত মণ্ডলকে দিল্লি যাত্রা থেকে আটকানোর জন্য এটা করা হয়েছিল। এ বিষয়ে দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা জানিয়েছেন, অনুব্রত মণ্ডল কে তিহার জেলে যাত্রা আটকাতে তৃণমূলের নির্দেশেই অভিযোগ করেছিলেন শিব ঠাকুর মন্ডল। আর সে কারণেই পঞ্চায়েতের টিকিট দিয়ে পুরস্কার দেওয়া হয়েছে শিব ঠাকুর মন্ডলের স্ত্রীকে। যদিও এখনো পর্যন্ত শিব ঠাকুর মন্ডলের স্ত্রী বা তৃণমূলের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।