Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad News: মনোনয়ন নয়, এবার হাতাহাতি হর্ন বাজানোয়!

Murshidabad News: মনোনয়ন নয়, এবার হাতাহাতি হর্ন বাজানোয়!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 15, 2023 | 6:12 PM

বুধবার বিকেলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা নমিনেশন জমা দিয়ে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন সেই সময় রানিনগর থানার রামনগর শিবনগর এলাকায় হর্ণ বাজানো নিয়ে কংগ্রেসের সঙ্গে কথা কাটাকাটি হয়। ঠিক তখনই কংগ্রেসের কর্মী সমর্থকরা লাঠি,লোহার রড দিয়ে তৃণমূলের কর্মীদের মারধর করে বলে অভিযোগ ওঠে

হর্ণ বাজানো নিয়ে রানিনগরে কংগ্রেস তৃণমূলের মধ্যে মারামারিতে জখম তৃণমূলের দুই কর্মী। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে মু্র্শিদাবাদের রানিনগর থানার রামনগর শিবনগর এলাকায়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়,আজ বুধবার বিকেলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা নমিনেশন জমা দিয়ে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন সেই সময় রানিনগর থানার রামনগর শিবনগর এলাকায় হর্ণ বাজানো নিয়ে কংগ্রেসের সঙ্গে কথা কাটাকাটি হয়। ঠিক তখনই কংগ্রেসের কর্মী সমর্থকরা লাঠি,লোহার রড দিয়ে তৃণমূলের কর্মীদের মারধর করে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় তৃণমূলের দুজন কর্মী জখম হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ঘটনার পর জখম দুজনকে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।