Panchayat Election 2023: নিজেদের পঞ্চায়েতের বিরুদ্ধেই অভিযোগ তৃণমূলের

Panchayat Election 2023: নিজেদের পঞ্চায়েতের বিরুদ্ধেই অভিযোগ তৃণমূলের

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 20, 2023 | 7:18 PM

তৃণমূল নেতা রাস্তার বেহাল অবস্থা নিয়ে অভিযোগ করলেন তৃণমূলেরই পঞ্চায়েতের বিরুদ্ধে। খারাপ রাস্তার জন্য নাজেহাল অবস্থা এলাকাবাসীর। তাঁরা নিজেরাই দাবি করছেন, তাঁরা মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। দেখে নিন তৃণমূল নেতা কী বলছেন? কোথাও পিচের রাস্তা উঠে গেছে। কোথাও আবার পিচের রাস্তায় গর্ত। একের পর এক গাড়ি খারাপ হচ্ছে বেহাল রাস্তার জন্য।

কলকাতা থেকে মাত্র ৩০ মিনিটের পথ। সবুজ ঘেরা মেঠো পথ। নদীর মতো বেঁকে গেছে এদিক ওদিক। বাঁশ গাছের পাশ দিয়ে উঁকি দিচ্ছে সূর্যের আলো। গ্রামের নাম রাঘবপুর। হাওড়ার রাঘবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের চাওয়া- পাওয়ার আক্ষেপ একটাই। অনেকদিন ধরে রাস্তার বেহাল অবস্থা। দিন আসে দিন যায়। ভোট আসে ভোট যায়। কিন্তু রাস্তার অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়। সেদিকে কারও নজর নেই। তৃণমূল নেতা রাস্তার বেহাল অবস্থা নিয়ে অভিযোগ করলেন তৃণমূলেরই পঞ্চায়েতের বিরুদ্ধে। খারাপ রাস্তার জন্য নাজেহাল অবস্থা এলাকাবাসীর। তাঁরা নিজেরাই দাবি করছেন, তাঁরা মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। দেখে নিন তৃণমূল নেতা কী বলছেন? কোথাও পিচের রাস্তা উঠে গেছে। কোথাও আবার পিচের রাস্তায় গর্ত। একের পর এক গাড়ি খারাপ হচ্ছে বেহাল রাস্তার জন্য। বর্ষায় জমে যায় এক হাঁটু জল। তখন জল কাদা এঁদের নিত্য দিনের সঙ্গী। কবে নিস্তার মিলবে এই অবস্থা থেকে? ভোটের আগে নেতারা প্রতিশ্রুতি দেন। সব সমস্যার সমাধান হবে। কিন্তু আর কত দিন? আরও কত অপেক্ষা করতে হবে? কবে পূরণ হবে জনগণের ন্যূনতম চাহিদা?

Published on: Jun 19, 2023 05:20 PM