Fridge Maintenance: ঘর ঠান্ডা রাখতে ফ্রিজের দরজা খুলে রাখেন?
ফ্রিজের দরজা খুললেই ঠান্ডা হাওয়া লাগে। ফ্রিজের ভেতর সেন্সর থাকে। ফ্রিজের দরজা খোলা রাখলে, ঘরের তাপমাত্রা পরিমাপ করবে সেই সেন্সর। ফ্রিজ তখন ঘর ঠান্ডা করার বদলে গরম করবে। ফ্রিজের কম্প্রেসরের ওপর চাপ পড়বে। ফ্রিজের ভিতরের তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে
এসি ঘরের গরম হাওয়া শোষণ করে নেয় এবং ঘরকে ঠান্ডা করে। ফ্রিজে খাবার রাখলে খাবার নষ্ট হয় না। খাবার ঠান্ডা রাখতে আমরা ফ্রিজ ব্যবহার করি। অনেকেই ভাবেন যদি ফ্রিজের দরজা খুলে রাখলে,ঘর ঠান্ডা করা যায় কি না? ফ্রিজের দরজা খুললেই ঠান্ডা হাওয়া লাগে। ফ্রিজের ভেতর সেন্সর থাকে। ফ্রিজের দরজা খোলা রাখলে, ঘরের তাপমাত্রা পরিমাপ করবে সেই সেন্সর। ফ্রিজ তখন ঘর ঠান্ডা করার বদলে গরম করবে। ফ্রিজের কম্প্রেসরের ওপর চাপ পড়বে। ফ্রিজের ভিতরের তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। কুল্যান্ট আরও বেশি সময় ধরে চলতে থাকবে। ঘরের তাপমাত্রা এইভাবে বেড়ে যাবে। ফ্রিজের দরজা খুললে, ঘর কখনই ঠান্ডা হবে না। ভুল করেও ফ্রিজের দরজা খুলে ঘর ঠান্ডা করতে যাবেন না।
Latest Videos