My India My Life Goals: পরিবেশের দায়িত্ব সরকারের পাশাপাশি আমাদেরও: আফরোজ শাহ, পরিবেশকর্মী

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 22, 2023 | 2:16 PM

এখনও পর্যন্ত আমরা ১০০ মিলিয়নেরও বেশি প্লাস্টিক আমরা আটকাতে পেরেছি, যা সমুদ্রে যেতে পারত। এক-একটা প্লাস্টিক যা বিশ্ব থেকে কমছে, সেটা আমাদের জয়। একটা-একটা প্লাস্টিক যেটা সমুদ্র থেকে তুলতে পারছি, সেটা আমাদের জয়। নাহলে এগুলো মাছ বা পাখির পেটে গিয়ে ওদের মেরে ফেলে। ছোট ছোট পশুর মুখে যায়, এগুলো ওদের মেরে ফেলতে পারে।

Follow Us

“যখন ছোট ছিলাম, এই বিচেই আসতাম, সুইমিং করার জন্য। আমরা বন্ধুরা আসতাম। তখন একদম পরিষ্কার বিচ ছিল। ২০১৫-তে যখন আমরা কাজ শুরু করি, তখন এই সমুদ্রতট, ঠিক আপনি যেখানে দাঁড়িয়ে, ৬ ফুটের জঞ্জালে ভর্তি ছিল। আমার মনে হত, এটা সারাজীবনেও পরিষ্কার করা সম্ভব না। কিন্তু ওই কথাতেই বলে, মানুষের শক্তিকে আমরা বড্ড ছোট করে দেখি। এখনও পর্যন্ত আমরা ১০০ মিলিয়নেরও বেশি প্লাস্টিক আমরা আটকাতে পেরেছি, যা সমুদ্রে যেতে পারত। এক-একটা প্লাস্টিক যা বিশ্ব থেকে কমছে, সেটা আমাদের জয়। একটা-একটা প্লাস্টিক যেটা সমুদ্র থেকে তুলতে পারছি, সেটা আমাদের জয়। নাহলে এগুলো মাছ বা পাখির পেটে গিয়ে ওদের মেরে ফেলে। ছোট ছোট পশুর মুখে যায়, এগুলো ওদের মেরে ফেলতে পারে। দেশ অনেক দিয়েছে, এবার চাওয়া বন্ধ করে দেশকে কিছু দেওয়ার পালা। শুধু ১৫ই অগাস্ট বা ২৬ শে জানুয়ারি দেশকে ভালবাসি বললেই হবে না। এবার করে দেখাতে হবে। সংবিধানের 51A আর্টিকালে খুব পরিষ্কার করে বলা আছে যে, প্রকৃতি মা ও পরিবেশকে রক্ষা এবং সংরক্ষণ করা আমার-আপনার সকলের কর্তব্য। এটা সরকারের যেমন দায়িত্ব, তেমনই আমাদেরও দায়িত্ব”- আফরোজ শাহ, পরিবেশকর্মী

“যখন ছোট ছিলাম, এই বিচেই আসতাম, সুইমিং করার জন্য। আমরা বন্ধুরা আসতাম। তখন একদম পরিষ্কার বিচ ছিল। ২০১৫-তে যখন আমরা কাজ শুরু করি, তখন এই সমুদ্রতট, ঠিক আপনি যেখানে দাঁড়িয়ে, ৬ ফুটের জঞ্জালে ভর্তি ছিল। আমার মনে হত, এটা সারাজীবনেও পরিষ্কার করা সম্ভব না। কিন্তু ওই কথাতেই বলে, মানুষের শক্তিকে আমরা বড্ড ছোট করে দেখি। এখনও পর্যন্ত আমরা ১০০ মিলিয়নেরও বেশি প্লাস্টিক আমরা আটকাতে পেরেছি, যা সমুদ্রে যেতে পারত। এক-একটা প্লাস্টিক যা বিশ্ব থেকে কমছে, সেটা আমাদের জয়। একটা-একটা প্লাস্টিক যেটা সমুদ্র থেকে তুলতে পারছি, সেটা আমাদের জয়। নাহলে এগুলো মাছ বা পাখির পেটে গিয়ে ওদের মেরে ফেলে। ছোট ছোট পশুর মুখে যায়, এগুলো ওদের মেরে ফেলতে পারে। দেশ অনেক দিয়েছে, এবার চাওয়া বন্ধ করে দেশকে কিছু দেওয়ার পালা। শুধু ১৫ই অগাস্ট বা ২৬ শে জানুয়ারি দেশকে ভালবাসি বললেই হবে না। এবার করে দেখাতে হবে। সংবিধানের 51A আর্টিকালে খুব পরিষ্কার করে বলা আছে যে, প্রকৃতি মা ও পরিবেশকে রক্ষা এবং সংরক্ষণ করা আমার-আপনার সকলের কর্তব্য। এটা সরকারের যেমন দায়িত্ব, তেমনই আমাদেরও দায়িত্ব”- আফরোজ শাহ, পরিবেশকর্মী

Next Video