World Menstrual Hygiene Day 2023: বিশ্ব ঋতু দিবসে পুজোর সূচনা

World Menstrual Hygiene Day 2023: বিশ্ব ঋতু দিবসে পুজোর সূচনা

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: May 28, 2023 | 1:31 PM

Menstrual Day: স্যানিটারি ন্যাপকিনের ওপরে ত্রিশূল। হ্যাঁ ঠিক এই পোস্টারের মাধ্যমেই এবারের পাথুরিয়াঘাটার দুর্গাপুজোর শুভ সূচনা হচ্ছে।দুর্গাপুজোর ঐতিহাসিক উদ্বোধন। কেন? কারণ ২৮ মে। এই বিশেষ দিন। মনে করছেন পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর উদ্যোক্তারা। ওয়ার্ল্ড মেন্সচুরাল ডে। বিশ্ব ঋতু দিবস।

স্যানিটারি ন্যাপকিনের ওপরে ত্রিশূল। হ্যাঁ ঠিক এই পোস্টারের মাধ্যমেই এবারের পাথুরিয়াঘাটার দুর্গাপুজোর শুভ সূচনা হচ্ছে।দুর্গাপুজোর ঐতিহাসিক উদ্বোধন। কেন? কারণ ২৮ মে। এই বিশেষ দিন। মনে করছেন পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর উদ্যোক্তারা।
ওয়ার্ল্ড মেন্সচুরাল ডে। বিশ্ব ঋতু দিবস। ইলোরা সাহা, তৃণমূল নেত্রী পুজো উদ্যোক্তা বলেন, আমরা এটা নিয়ে বেশি চেঁচামেচি করবো না আবার চুপও থাকবো না। বিতর্কিত বিষয়। আগে এ নিয়ে জলঘোলা হয়েছে। মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞার মত অনেক ঘটনা। তার প্রতিবাদেই কি এই সিদ্ধান্ত? কী বলছেন শিল্পী?মানস রায়, শিল্পী বলছেন, আমি শিল্পীর চোখে বিষয়টি দেখছি । সেখানে স্বাস্থ্য সচেতনতার বিষয়টিও থাকবে। যে যাই বলুক এটা আমরা করবই। বিতর্কিত বিষয়। সেকারণেই কি করা হচ্ছে ? ইলোরা বলেন, মোটেই না। বিষয়টির সঙ্গে মা এবং শক্তি আরাধনা যুক্ত । তাই প্রতীকী প্রয়াস।বাধার সম্মুখীন হতেও প্রস্তুত বলে জানাচ্ছেন তৃণমূল নেত্রী এই পুজো উদ্যোক্তা।