Mamata Shankar Indian Actress and Dancer: অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্করের কপালে পিণ্ড কি টিউমার?
Mamata Shankar News: মমতা শংকরের কপালে ওটা কি? উঁচু মতো গোল। অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, কপালের ওই উঁচু গোল জিনিসটি টিউমার কি না। ভয়ের কিছু আছে কি না। TV9 বাংলা ডিজিটালকে অভিনেত্রী-নৃত্যশিল্পী বলেছেন, "ওটা গজিয়ে ওঠা বাড়তি হাড়। মাংস পিণ্ডও নয়। টিউমারও না। বিজ্ঞানের ভাষায় এর নাম ‘অস্ট্রিওমা’। মেকআপ দিয়েও এটাকে ঢেকে রাখা যায়। অনেকদিন থেকেই রয়েছে। ছোট্ট ছিল আগে। এখন অনেক বড় হয়েছে। আবারও বলছি ভয়ের কিছু নেই। আমার টিউমার হয়নি।"
1. সাফাই ফরিদার
‘হীরামাণ্ডি’ ওয়েব সিরিজ়ের অভিনেত্রী ফরিদা জালাল সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে যোগাযোগ না থাকার প্রসঙ্গে মন্তব্য করে চর্চিত হন। তবে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেই এবার দাবি করেন তিনি। বললেন,‘আমি শুধু বলেছিলাম যে আমার কাছে যে ফোন নম্বরগুলি রয়েছে তা সম্ভবত পুরনো। তাঁরা অবশ্যই সেগুলি পরিবর্তন করেছে।’ তিনি অন্য কোনও মানে করতে চাননি।
2. সপাট উত্তর নওয়াজের
ধর্মের জন্য কখনও বলিউডে বেগ পেতে হয়েছে? নওয়াজউদ্দিন সিদ্দিকিকে এই মর্মে প্রশ্ন করা হলে, তিনি স্পষ্ট জানান, বলিউডে তাঁকে কখনও-ই ধর্মের ভিত্তিতে বৈষম্য করা হয়নি। পডকাস্ট আনপ্লাগড -এ উপস্থিত হয়ে নওয়াজউদ্দিন বলেন, সমাজের বাকি অংশের বলিউড থেকে শেখা উচিত কীভাবে সব ধর্মকে সম্মান করতে হয়।
3. প্রভাসের দর
প্রভাস নাকি ১৫০ কোটির নিচে পারিশ্রমিক হলে কাজই করেন না! সম্প্রতি এমনই খবর রটে গিয়েছিল সিনেপাড়ার বিভিন্ন মহলে। যেখানে দাঁড়িয়ে প্রভাস তাঁর নতুন ছবি কল্কি ২৮৯৮ এডি ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন মাত্র ৮০ কোটি টাকা। ছবির বাজেটের কথা মাথায় রেখেই নাকি এই সিদ্ধান্ত বাহুবলীর বলেই খবর। ফলে নিন্দুকদের মুখে ছাই দিয়ে পারিশ্রমিক একধাক্কায় প্রায় অর্ধেক করলেন তিনি।
4. ভিলেন ববি
প্রশান্ত নীলের পরিচালনায় এবার জুনিয়র এনটিআরকে ‘ড্রাগন’ সিনেমায় দেখা যাবে। আর বড় চমক হল এই ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেতা ববি দেওল। ‘অ্যানিমাল’-এ তিনি খলনায়কের ভূমিকায় সকলের নজর কেড়েছেন। এবার দক্ষিণসফরে পর্দার আব্রার।
5. দুর্ঘটনার কবলে ভিভান
শুটিং সেরে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে ভিভান ঘোষ। তিনি বাংলা সিরিয়ালের অতি পরিচিত মুখ। ২৫ জুন শ্যুটিং সেরে ফেরার পথে একটি লরি ধাক্কা মারে তাঁর গাড়িকে। কিন্তু বরাত জোরে এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান অভিনেতা। এখন তিনি সুস্থ আছেন বলেই খবর।
6. মমতার কপালে ওটা কী?
মমতা শংকরের কপালে ওটা কি? উঁচু মতো গোল। অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, কপালের ওই উঁচু গোল জিনিসটি টিউমার কি না। ভয়ের কিছু আছে কি না। TV9 বাংলা ডিজিটালকে অভিনেত্রী-নৃত্যশিল্পী বলেছেন, “ওটা গজিয়ে ওঠা বাড়তি হাড়। মাংস পিণ্ডও নয়। টিউমারও না। বিজ্ঞানের ভাষায় এর নাম ‘অস্ট্রিওমা’। মেকআপ দিয়েও এটাকে ঢেকে রাখা যায়। অনেকদিন থেকেই রয়েছে। ছোট্ট ছিল আগে। এখন অনেক বড় হয়েছে। আবারও বলছি ভয়ের কিছু নেই। আমার টিউমার হয়নি।”
7. ঋ-য়ের নতুন কাজ
ধারাবাহিকের নাম ‘ডায়মন্ড রানি জ়িন্দাবাদ’। সেই সিরিয়ালে এক বিধবার ভূমিকায় অভিনয় করবেন ঋ। কাঁদো-কাঁদো বিধবা নয় সেই নারী। চরিত্রের নাম শালিনী। শালিনী কেমন? তার বর্ণনা দিতে গিয়ে ঋ বললেন, “পর্দায় টিপিক্যাল কান্নাকাটি আমি করব না। ভীষণ পাওয়ারফুল একটি চরিত্র দেওয়া হয়েছে আমাকে। শালিনী ভীষণ স্টাইলিশ বিধবা। খানিকটা ভিলেনও।”
8. ভাস্বরের আক্ষেপ
অভিনয় করার পাশাপাশি আরও একটি শখ মনের মধ্যে বহুকাল পুষে রেখেছিলেন ভাস্বর। তবে দেরিতে হলেও তার বিকাশ ঘটেছে। তা নিয়ে রয়েছে অভিনেতার আক্ষেপও। তিনি বলেছেন, “অনেক দেরি করে লেখালেখিতে হাত দিলাম আমি। এটা আরও আগে করা উচিত ছিল আমার। মাঝেমধ্যে খুব আক্ষেপ হয় যে, এত দেরিতে সবকিছু কেন শুরু করলাম।”
9.প্রোমো দেখে হাসির রোল
এবার দর্শকদের কটাক্ষের মুখে ফুলকি ধারাবাহিক।নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই হেসে কূলকিনারা পাচ্ছেন না দর্শকরা। সেখানে দেখা যাচ্ছে বন্যায় কোনও মতে একটি গাছকে কেন্দ্র করে আটকে আছে নায়ক রোহিত। দু হাত দিয়ে ধরে আছে তার দুই স্ত্রী, থুড়ি প্রাক্তন স্ত্রী এবং বর্তমান স্ত্রীকে। অবস্থা দেখে ফুলকি বুঝতে পারে এভাবে থাকলে রোহিতের মৃত্যু অবশ্যম্ভাবী। তাই হাত ছাড়ে সে নিজেই। যা দেখে নেটপাড়ায় উঠল হাসির রোল।