Sandhya Roy News: আইসিইউতে ভর্তি ছিলেন তিনি, শুক্রবার বিকেলে এল বড় আপডেট…

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Jun 21, 2024 | 10:41 PM

Tollywood: বুকে অস্বস্তি নিয়ে কলকাতার এক বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন সন্ধ্যা রায়। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার বিকেলে বাড়িতে ছাড়া হয়েছে তাঁকে। চিকিৎসকেরা জানিয়েছেন, এখন ভাল আছেন সন্ধ্যা।

বিপত্তিতে অনুপম
বলি অভিনেতা অনুপম খেরের অফিসে ভাঙচুর। দরজা ভেঙে অফিসের গোটা সিন্দুক তুলে নিয়ে গেল চোরেরা। চুরি গেছে সিনেমার নেগেটিভ। দুষ্কৃতীরা তাঁর অফিসের কী হাল করেছে, সেটা ভিডিয়ো আকারে নিজেই পোস্ট করেছেন অভিনেতা অনুপম খের। ভিডিয়ো শেয়ার করে অনুপম লেখেন, ‘ঈশ্বর ওদের সুবুদ্ধি দিন’।

নতুন জীবন শুরু সানিয়ার?
ঘুরে বেড়াচ্ছে একাধিক ছবি। রটছে নানা খবর– শোনা যাচ্ছে তিক্ততা কাটিয়ে ফের নাকি জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন টেনিস-তারকা সানিয়া মির্জা ও ক্রিকেটার মহম্মদ শামি! পাক ক্রিকেটার নয় ভারতীয় ক্রিকেটারেই নাকি এবার মন মজেছে তাঁর? চারিদিকে এই নিয়ে যখন ভরপুর আলোচনা তখন মুখ খুললেন সানিয়া মির্জার বাবা।এক সাক্ষাৎকারে সানিয়ার বাবা ইমরান বলেন। “এ সব বাজে কথা! দু’জনের আলাপই নেই।”

সঙ্গীত দিবসে কী বললেন হৈমন্তী?
বিশ্ব সঙ্গীত দিবস এবং বিশ্ব যোগা দিবসে কী বার্তা দিলেন গায়িকা হৈমন্তী শুক্লা। বললেন, “আজ ওয়ার্ল্ড মিউজ়িক ডে এবং যোগা ডে দুটোই। একটাই কথা বলব, বেশি করে গান করুন। কারণ, গান করলে মন ভাল থাকে। সেটাও যোগারই অংশ।”

বাড়ি ফিরলেন সন্ধ্যা রায়
বুকে অস্বস্তি নিয়ে কলকাতার এক বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন সন্ধ্যা রায়। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার বিকেলে বাড়িতে ছাড়া হয়েছে তাঁকে। চিকিৎসকেরা জানিয়েছেন, এখন ভাল আছেন সন্ধ্যা।

পিয়ার পোস্ট

সমকামী-উভকামী-রূপন্তরকামীদের অধিকারের জন্য লড়াই করা কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থার ২৫ বছর পূর্তিতে এই পোস্ট করেছেন পিয়া চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘কার সঙ্গে থাকব, নিজের ঘরে কেমন করে শরীর বা মন রাখব, No কৈফিয়ত, No নজরদারি’।

কেন সেন পদবী ব্যবহার করেন রাইমা?
রাইমা সেন। সেন বংশের সঙ্গে তাঁর যোগ দিদিমা মহানায়িকা সুচিত্রা সেন এবং মা মুনমুন সেনের কারণে। সেই কারণেই কি রাইমা ‘সেন’ পদবীকে ছাড়তে পারেননি সিনেমায় নাম ব্যবহারের ক্ষেত্রে। এক টকশোতে রাইমা বলেছিলেন, “রাইমা সেন। সেন বংশের সঙ্গে তাঁর যোগ দিদিমা মহানায়িকা সুচিত্রা সেন এবং মা মুনমুন সেনের কারণে। সেই কারণেই কি রাইমা ‘সেন’ পদবীকে ছাড়তে পারেননি সিনেমায় নাম ব্যবহারের ক্ষেত্রে। ”

চরম ট্রোল্ড মিমি
বাংলাদেশে তুফান ছবি মুক্তি পাওয়ার পর থেকেই সর্বত্র তা নিয়ে চর্চা তুঙ্গে। শাকিব খানের বিপরীতে মিমি চক্রবর্তী নাকি বেশ নর কেড়েছেন। তবে এবার ছবির তৃতীয় গান দুষ্টু ককিল মুক্তি পেতেই বিপত্তি। পোশাক থেকে গানের কথা, নেটিজেনদের হাতে চরম ট্রোল্ড হলেন মিমি।

মেকআপ ছাড়া রাইমা
কথায় বলে ৪০ পার হলেই নাকি পরে চালশে! মুখ ভরে যায় বলিরেখায়? পুরু মেকআপে তা কিছুটা ঢাকা যায় বইকি! কিন্তু মেকআপ ছাড়া তা কী সম্ভব? বিজ্ঞান বলছে একেবারেই নয়! যেমন শরীরকে রাখবে শরীর ফেরত দেবে তেমনটাই! রাইমা সেনকে কে না চেনেন? উইকিপিডিয়া জানাচ্ছে, বেশ কিছু বছর আগেই ৪০ পার হয়ে গিয়েছে তাঁর। এমনকি ৪৫ ছুঁতেও বাকি নেই বিশেষ! মেকআপ ছাড়া মুনমুন-কন্যাকে দেখেছেন? এতদিনের যাবতীয় মিথ হবে গায়েব!

আরেফিনের স্ত্রী
বাংলা টেলিভিশনের হ্যান্ডসাম নায়ক সৈয়দ আরেফিন। মাস তিনেক আগে জানা গিয়েছিল তিনি বিবাহিত। স্ত্রীর নাম তানিয়া মুখোপাধ্যায়। এবার তানিয়ার সঙ্গেই পাহাড় ভ্রমণের একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। ছবিগুলি পুরনো হলেও স্মৃতিগুলি আজীবনের। জানিয়েছেন আরেফিন।