Dakshin Dinajpur News: রাতের অন্ধকারে টোটো চুরি!

Dakshin Dinajpur News: রাতের অন্ধকারে টোটো চুরি!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 27, 2023 | 4:52 PM

রাতের অন্ধকারে পরপর দুটি বাড়িতে টোটো চুরি৷ বৃহস্পতিবার সকালে চুরির বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার তপনের থানার রামপুরে। ওই এলাকায় মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটছে।

রাতের অন্ধকারে পরপর দুটি বাড়িতে টোটো চুরি৷ বৃহস্পতিবার সকালে চুরির বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার তপনের থানার রামপুরে। ওই এলাকায় মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটছে। যা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। এদিকে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসে তপন থানার অন্তর্গত রামপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ দ্রুত তদন্ত করে টোটো উদ্ধার এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করুক দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। জানা গিয়েছে, রামপুর গ্রামের বাসিন্দা রাজীব মোল্লা, প্রতি দিনের মত বুধবার দিনভর টোটো চালিয়ে রাতে বাড়ি ফিরে বাড়ির দরজার সামনে বারান্দায় শিকল দিয়ে তালাবন্ধ করে রাখে। অন্যদিকে জাকির হোসেন নামে অপর ব্যক্তি ওই গ্রামেই আত্মীয় সাজেদুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিলেন বুধবার। রাতে বাড়ির বাইরে বারান্দায় শেকল দিয়ে তালাবন্ধ করা ছিল তারও টোটোটি। সকালে ঘুম থেকে উঠে চক্ষু চড়কগাছ অবস্থা হয় তাদের। দেখেন বাড়ির সামনে থেকে টোটো উধাও। এর আগেও ওই এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগে কয়েক লক্ষ টাকা চুরির ঘটনা ঘটে। এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ স্থানীয়দের মধ্যে। এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই রামপুর ফাঁড়ির পুলিশের তরফে জানানো হয়েছে।