Toyota Camry: জ্বালানির খরচ কমাবে এই গাড়ি

Toyota Camry: জ্বালানির খরচ কমাবে এই গাড়ি

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 06, 2023 | 4:59 PM

গাড়িতে পেট্রোল ভর্তির জন্য অনেক টাকা খরচ হয়। আবার বৈদ্যুতিক গাড়িতে চার্জিং করার জন্য বেশি চার্জিং স্টেশন পাওয়া যায় না। এবার টয়োটা একটি গাড়ি আনছে বাজারে। এই গাড়িটির নাম Toyota Camry।

গাড়িতে পেট্রোল ভর্তির জন্য অনেক টাকা খরচ হয়। আবার বৈদ্যুতিক গাড়িতে চার্জিং করার জন্য বেশি চার্জিং স্টেশন পাওয়া যায় না। এবার টয়োটা একটি গাড়ি আনছে বাজারে। এই গাড়িটির নাম Toyota Camry। গাড়িটি চলবে সম্পূর্ণ ইথানলে । তবে ভারতে বিক্রি হয় Toyota Camry হাইব্রিড গাড়ি। এই গাড়িটি চলবে ৬০% পেট্রল এবং ৪০ % বিদ্যুতের সাহায্যে। তবে নতুন একটি গাড়ি আসবে যেটি ৬০% ইথানল এবং ৪০ % বিদ্যুতের সাহায্যে চলবে। এই গাড়ি চললে পরিবেশও কম দূষিত হবে। এখন ১ লিটার ইথানলের দাম ৬৫ টাকা। ১ লিটার পেট্রোলের দাম প্রায় ১০০ টাকা। এই গাড়িটিকে বলা হয় Flex-Fuel। ভারতেও এই গাড়িটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এই গাড়িটি মাইলেজ দেয় লিটারে ২১.১ কিলোমিটার। গাড়িতে পাবেন রিয়ার এসি ভেন্ট,হেডরেস্ট ফিচার্স। এছাড়াও এই গাড়িতে পাবেন ডুয়াল টোন ড্যাশবোর্ড, ব্লুটুথ কানেক্টিভিটি, 9টি স্পিকার। গাড়ির সুরক্ষার জন্য পাবেন ৯টি এয়ারব্যাগ,টায়ার প্রেশার মনিটর সিস্টেম ইত্যাদি।