Panchayat Election 2023 News Update: ২ জা যেন ২ বোন, এবার ২ প্রার্থী!

Panchayat Election 2023 News Update: ২ জা যেন ২ বোন, এবার ২ প্রার্থী!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 27, 2023 | 6:30 PM

বাড়িতে দুই যা দুই বোন, তবে নির্বাচনে একে অন্যের প্রতিদ্বন্দ্বী। একজন তৃনমুলের প্রার্থী, অন্যজন সিপিএম-কংগ্রেসের জোট প্রার্থী। তাতে কি?

বাড়িতে দুই যা দুই বোন, তবে নির্বাচনে একে অন্যের প্রতিদ্বন্দ্বী। একজন তৃনমুলের প্রার্থী, অন্যজন সিপিএম-কংগ্রেসের জোট প্রার্থী। তাতে কি? একজন প্রচারে বেড়োলে অন্যজন বাড়িতে থেকে সংসার সামলান। একই রান্না ঘরে পাশাপাশি বসে দুটো উনুনে রান্না করেন দুজনে। বাড়িতে দুই যায়ের মিল যে যথেষ্ট তা প্রতিবেশী বা ভোটারদেরও জানা। কোনো জামেলা, ঝগড়া নেই দুজনের মধ্যে। কিন্তু নির্বাচনে দুজনে দুই মেরুর রাজনৈতিক দলের প্রার্থী হওয়াতে আশ্চর্য এলাকাবাসীরাও। তবে রাজ্যজুড়ে যখন রাজনীতির ময়দানে বাম-কংগ্রেস আর শাসক তৃনমুলের লড়াইয়ে উত্তপ্ত বাংলার রাজনীতি। ঠিক তখনই শান্ত স্বভাবের দুই যায়ের লড়াই শুধু রাজনীতির মঞ্চেই। তবে জিতবে তো একজনই, আর পঞ্চায়েত সদস্য তো হবেন দুজনের মধ্যেই একজন। আর তাতেই খুশি দুই প্রার্থী। আর এই ঘটনায় ভোটের উত্তাপ নেই গ্রামে, বরং এতে যেন বেশ মজাই পাচ্ছেন বলে দাবী করছেন গ্রামের ভোটাররা। এমনই ঘটনা উত্তর দিনাজপুরের ইটাহারে।

উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর মহেশপুর গ্রামের দুই গৃহবধু তৃনমুল প্রার্থী সখিনা খাতুন ও কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী সঞ্জিমা খাতুন সম্পর্কে দুই যা। থাকেন একই বাড়িতে। এক উঠোনের দুই প্রান্তে দুজনের ঘর। তবে দুজনের মিল যেন দুই বোন। একটিই রান্না ঘরে পাশাপাশি বসে রান্না করেন দুজনে। একে অন্যের সুবিধা অসুবিধা দেখেন। দুজনেই দুজনের ছেলে মেয়েদের দেখভাল করেন। তাদের খাওয়া দাওয়া সব অন্যজনের অনুপস্থিতিতে আরেকজন দেখেন। সব মিলিয়ে সংসারে দুই যায়ের নেই কোনো খোটাখুটি, নেই ঝগড়া বিবাদ।
তবে এবারের নির্বাচনে একে অন্যের বিরুদ্ধে দাড়িয়েছেন। রাজ্যের দুই যুযুধান দলের দুই প্রার্থীরা ইতিমধ্যেই কোমড় বেধে প্রচারও শুরু করেছেন নিজ নিজ দলের হয়ে।
তবে দুজন একই সময়ে প্রচারে বেড়োচ্ছেন না। তাহলে সংসারের কাজ করবে কে? তাই একজন সকালে বেড়োলে অন্যজন দুপুরে বা বিকেলে বেড়োচ্ছেন।
ঠিক যেমনটা ধরা পড়ল টিভি নাইন বাংলার ক্যামেরায়। বাড়িতে থেকে বড় যায়ের সন্তানদের খাওয়া দাওয়া, দেখভাল, রান্নাবাড়ির পাশাপাশি গরু, ছাগলের পরিচর্যা অর্থাৎ সংসার সামলাচ্ছেন জোট প্রার্থী ছোট যা সঞ্জিমা খাতুন। তো সেই সময় তৃনমুল প্রার্থী বড় যা সখিনা খাতুন এলাকায় দলীয় কর্মীদের সাথে নিয়ে ব্যালট নিয়ে প্রচার করছেন।
বাড়িতে যে দুজনের সম্পর্ক দুই বোনের মত তা দুজনেই দাবী করছেন। আবার নির্বাচনে যে একে অন্যের প্রতিদ্বন্দ্বী তাও জানাচ্ছেন তারা। তাই সংসার যাতে লাটে না ওঠে তাই দুজনের এই সমঝোতা বলেও তাদের দাবী।
তবে শুধু তারাই নয়, তাদের মিলের কথা জানাচ্ছেন স্থানীয় ভোটারেরাও। তবে দুজনের সংসারে এক থেকে দুই মেরুর রাজনৈতিক দলের প্রার্থী হয়ে লড়াইটা দেখে বেশ মজা পাচ্ছেন তারাও।
তবে দুজনেই প্রচারে নেমে ব্যাপক সাড়া পাচ্ছেন, আর দুজনেই ১০০ শতাংশ জেতার ব্যাপারে আশাবাদী বলে জানাচ্ছেন। কিন্তু নির্বাচনে জিতবেন তো একজনই! এনিয়ে মোটেই দুশ্চিন্তা বা হিংসে নেই দুজনের মনে। কারন জিতবেন তো তাদেরই একজন! শুধু দুজনের ভালোবাসা, বন্ধুত্বটা অটুট থাক!

Published on: Jun 27, 2023 06:21 PM