AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেদারনাথের পুনরাবৃত্তি? হিমবাহ ভেঙে প্লাবিত যোশীমঠ

উত্তরাখণ্ডের চামোলি জেলার তপোবন এলাকায় রাণী গ্রামে ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পের উপর আচমকাই নন্দাদেবী হিমবাহের একটি অংশ ভেঙে পড়ে। প্রবল জলের তোড়ে ভেঙে যায় ধৌলিগঙ্গা নদীর উপর বাঁধ।

কেদারনাথের পুনরাবৃত্তি? হিমবাহ ভেঙে প্লাবিত যোশীমঠ
| Updated on: Feb 08, 2021 | 1:50 PM
Share

ভয়াবহ তুষারধস উত্তরাখণ্ডে। কেদারনাথের স্মৃতি উসকে দিয়ে একইভাবে হিমবাহ ভেঙে পড়েছে জোশীমঠে। চামোলি জেলার তপোবন এলাকায় রানি গ্রামে ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পের উপর আচমকাই হিমবাহটি ভেঙে পড়ে। প্রবল জলের তোড়ে ভেঙে যায় ধৌলিগঙ্গা  নদীর উপর বাঁধ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলের তোড়ে ভেসে গিয়েছে আশেপাশের কয়েকটি বাড়ি। প্রাথমিকভাবে সরকারের তরফে প্রায় ৫০ থেকে ৭৫ জন বাসিন্দার নিখোঁজ হওয়ার কথা বললেও অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে নিখোঁজের সংখ্যা কমপক্ষে ৯০০।