WHAT INDIA THINKS TODAY 2024: নক্ষত্র সম্মানে সম্মানিত সদ্য গ্র্যামি জয়ী ভি সেলভাগণেশ
TV9 নেটওয়ার্ক আয়োজিত What India Thinks Today গ্লোবাল সামিটে নক্ষত্র সম্মানে সম্মানিত সদ্য গ্র্যামি জয়ী পারকাশনিস্ট ভি সেলভাগণেশ | পুরস্কার পেয়ে আপ্লুত শিল্পী জানান, ৩ সপ্তাহ আগে এভাবেই হাতে গ্রামি ধরেছিলাম।
দেশের বৃহত্তম নিউজ নেটওয়ার্কের TV9-এর বার্ষিক সম্মেলন, ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-র মঞ্চে মক্ষত্র সম্মানে সম্মান জানানো হল তালবাদ্য বাদক ভি সেলভাগনেশকে। সেলভাগণেশের হাতে এই সম্মান তুলে দেন TV9 নেটওয়ার্কের এমডি তথা সিইও বরুন দাস। পুরস্কার প্রাপ্তির পর ভি সেলভাগণেশ বলেন, “আমাদের নিজের সেরাটা দিতেই হবে। নতুন প্রজন্মের জন্য একশো শতাংশ দেওয়াটা জরুরি।” সঙ্গীত জগতে ক্রমশ হস্তক্ষেপ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এই বিষয়ে তিনি বলেন, “এটা মিউজিশিয়ানদের জন্য ভাল খবর নয়। প্রথমে ক্যাসেট ও সিডি এসেছিল। তারপর এখন ফোনে গান শোনা যায়। তবে, মন থেকে কাজ করলে কোনও প্রতিযোগিতা থাকে না।”
Latest Videos
Latest News