Heat Wave In This Year: কেন এই বছরে রেকর্ড গরম?
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে গরমের প্রভাব সব থেকে বেশি। আমেরিকার দক্ষিণ-পশ্চিম এলাকার মানুষেরা তাপপ্রবাহে খুব কষ্ট পাচ্ছেন। তাপপ্রবাহ নিয়ে জানানো হয়েছে সতর্ক বার্তাও। ব্রিটেনেরও অবস্থাও খারাপ। এই বছরের জুন মাসে টেমসের দেশে রেকর্ড তাপমাত্রা বেড়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে গরমের প্রভাব সব থেকে বেশি। আমেরিকার দক্ষিণ-পশ্চিম এলাকার মানুষেরা তাপপ্রবাহে খুব কষ্ট পাচ্ছেন। তাপপ্রবাহ নিয়ে জানানো হয়েছে সতর্ক বার্তাও। ব্রিটেনেরও অবস্থাও খারাপ। এই বছরের জুন মাসে টেমসের দেশে রেকর্ড তাপমাত্রা বেড়েছে। ১৯৪০য়ের পর এই বছর আবার এত গরম পড়েছে ইংল্যান্ডে। ১৯৪০য়ের থেকে এই বছর ০.৯ ডিগ্রি তাপমত্রা বেড়েছে। গরমে কষ্ট পাচ্ছে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশগুলি। তথ্য অনুযায়ী, জুনে রেকর্ড তাপমাত্রা ছিল। দাবি করা হয়েছে,এটাই ছিল এবছরের সব থেকে উষ্ণতম মাস। সারা বিশ্বের গড় তাপমাত্রার তথ্য জানিয়েছে কোপার্নিকাস জলবায়ু ও আবহাওয়া পরিষেবা দফতর। উষ্ণতম মাস বলে জানানো হচ্ছে জুলাই মাসকে। তথ্য অনুযায়ী, ১৬.৮৯ ডিগ্রি তাপমাত্রা ছিল ৩ জুলাই। ১৭ ডিগ্রি তাপমাত্রা ছিল ৪ ও ৫ জুলাই। এক আবহাওয়া বিশেষজ্ঞ জানান,বন্ধ করতে হবে গ্রিন হাউস গ্যাস । যদি তা না করা যায়,তাহলে আরও খারাপ পরিস্থিতি হবে। অনেক দেশ প্রবল গরমে মরুভূমি হয়ে যাবে এমনটাই দাবি।