HongKong Jelly Fish: হংকংয়ের একটি পুকুর থেকে বেরিয়ে এসেছে ২৪ চোখের বিষাক্ত এক প্রাণী

HongKong Jelly Fish: হংকংয়ের একটি পুকুর থেকে বেরিয়ে এসেছে ২৪ চোখের বিষাক্ত এক প্রাণী

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Apr 26, 2023 | 5:35 PM

Box Jellyfish Hongkong: হংকংয়ের একটি পুকুর থেকে বেরিয়ে এসেছে অদ্ভুত এক প্রাণী। বিজ্ঞানীরা বলছেন,এই প্রাণীটি আসলে অত্যন্ত বিষাক্ত জেলিফিশের একটি নতুন প্রজাতি। এই জেলিফিশটি অন্য সব জেলিফিশর প্রজাতি থেকে আলাদা কেন? আপনি সাধারণত গোল জেলিফিশ দেখে থাকবেন। নতুন যে জেলিফিশটি পাওয়া গিয়েছে,তা গোল নয়, বরং বক্স আকৃতির।

হংকংয়ের একটি পুকুর থেকে বেরিয়ে এসেছে অদ্ভুত এক প্রাণী। বিজ্ঞানীরা বলছেন,এই প্রাণীটি আসলে অত্যন্ত বিষাক্ত জেলিফিশের একটি নতুন প্রজাতি। এই জেলিফিশটি অন্য সব জেলিফিশর প্রজাতি থেকে আলাদা কেন? আপনি সাধারণত গোল জেলিফিশ দেখে থাকবেন। নতুন যে জেলিফিশটি পাওয়া গিয়েছে,তা গোল নয়, বরং বক্স আকৃতির। এটি বক্স জেলিফিশের একটি নতুন প্রজাতি, যা বর্তমানে প্রায় লুপ্তপ্রায় অবস্থায়। এই প্রাণীটির ২৪টি চোখ রয়েছে। এই জেলিফিশটির চোখ সেনসরি অর্গানে লুকিয়ে থাকে,যাকে বলা হয় রোপালিয়াম। বক্স জেলিফিশের নামকরণ করা হয়েছে তার দেহের আকার অনুসারে। এর লম্বা এবং পাতলা পা রয়েছে,যা থেকে সে বিষ নির্গত করে। এই জেলিফিশের বিষ কয়েক মিনিটের মধ্যে প্যারালাইসিস,কার্ডিয়াক অ্যারেস্ট এমনকি মৃত্যুর কারণ হতে পারে। এর অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ নামে আরও একটি প্রজাতি রয়েছে, যা বিশ্বের অন্যতম বিষাক্ত সামুদ্রিক প্রাণী। বক্স জেলিফিশ ছাড়াও বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ট্রিপেডেলিয়া মাইপোয়েনসিস। গবেষক প্রফেসর কিউ জিয়ানওয়েন বলেন,’এই প্রজাতিটি বর্তমানে শুধুমাত্র মাই পোতে পাওয়া যায়। এই আবিষ্কারটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ,কারণ এই জেলিফিশটি প্রথমবার হংকংয়ের জলে দেখা গিয়েছে’। জেলিফিশের প্রায় ৫০টি প্রজাতি রয়েছে। বক্স জেলিফিশটিকে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সামুদ্রিক প্রাণীর তালিকায় আছে।