HDFC Bank: কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
HDFC Bank Q3 Result: মার্জারের আগে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট-ডিপোজিট অনুপাত ৯০ শতাংশের কম ছিল। ক্রেডিট-ডিপোজিট অনুপাত অর্থাৎ ব্যাঙ্ক বা কোনও ফাইন্যান্স কোম্পানির কাছে ডিপোজিটের তুলনায় লোনের অনুপাত এই মার্জারের পর পৌঁছে গিয়েছিল ১০০ শতাংশের উপরে।
২০২৩ সালের ১ জুলাই ইতিহাসের সবচেয়ে বড় মার্জার দেখেছিল দেশ। এইচডিএফসি লিমিটেডের সঙ্গে মার্জ হয়েছিলও এইচডিএফসি ব্যাঙ্ক। আর এর ফলে স্টেট ব্যাঙ্কের পর দেশের সবচেয়ে বড় ব্যাঙ্কে পরিণত হয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। আর এই মার্জারের আগে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট-ডিপোজিট অনুপাত ৯০ শতাংশের কম ছিল। ক্রেডিট-ডিপোজিট অনুপাত অর্থাৎ ব্যাঙ্ক বা কোনও ফাইন্যান্স কোম্পানির কাছে ডিপোজিটের তুলনায় লোনের অনুপাত এই মার্জারের পর পৌঁছে গিয়েছিল ১০০ শতাংশের উপরে। যা গত দেড় বছরে কমতে কমতে বর্তমানে এসে পৌঁছেছে ৯৮ শতাংশে। অর্থাৎ এইচডিএফসি ব্যাঙ্কের কাছে ১০০ টাকা জমা থাকলে ব্যাঙ্ক বাজারে লোন দিয়েছে ৯৮ টাকা। আর এই ক্রেডিট-ডিপোজিট অনুপাত ধীরে ধীরে কমতে থাকায় ব্রোকারদের নজরে রয়েছে এই ব্যাঙ্ক।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।