Life Insurance: আত্মহত্যায় মিলবে জীবন বিমার টাকা!

Life Insurance: আত্মহত্যায় মিলবে জীবন বিমার টাকা!

আসাদ মল্লিক

|

Updated on: Apr 12, 2023 | 3:11 PM

Life Insurance: আত্মহত্যায় মিলবে জীবন বিমার টাকা!

রোজই অনেক মানুষের আত্মহত্যায় মৃত্যু হয়। এর মধ্যে অনেকের জীবন বিমা থাকে। অনেকের থাকে না। বিমা করা থাকলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে বিমার টাকা দেওয়া হয়। আত্মহত্যায় যাদের মৃত্যু হয়,তারা কী বিমার টাকা পান? কোনও ব্যক্তির মৃত্যু হলে তার নমিনি এই টাকা পান। মৃত্যুর পর জীবন বিমার টাকা পাওয়ার জন্য কী নিয়ম রয়েছে? কোনও ব্যক্তির যদি স্বাভাবিক বা হঠাৎ করেই অসুস্থতার জেরে মৃত্যু হলে, বিমার নমিনি এই টাকার দাবি করতে পারেন। দুর্ঘটনায় মৃত্যুতেও বিমার টাকা পাওয়া যায়। পথ দুর্ঘটনা,বাড়ি বা কর্মস্থলে কোনও দুর্ঘটনা,জলে ডুবে মৃত্যুর মতো ক্ষেত্রে টাকা দেয়। আত্মহত্যা হলেও বিমার টাকা পেতে পারেন। বিমাকারীর যদি বিমার করার ১ বছরের মধ্যে আত্মহত্যায় মৃত্যু হয়,সেক্ষেত্রে ULIP-এর মাধ্যমে বিমার টাকা দেওয়া হয়। দীর্ঘ দিন নেশা করার কারণে মৃত্যু হলে, বিমার টাকা দাবি করতে পারবেন না। মদ্যপান করে গাড়ি চালাতে মৃত্যু হলেও টাকা মিলবে না। বিমাকারী যদি খুন হন এবং বিমার নমিনির বিরুদ্ধে যদি খুনের সঙ্গে জড়িয়ে থাকলে,বিমার টাকা আবেদন করতে পারবেন না। নির্দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি টাকা দাবি করতে পারবেন না। এমনকি ঝড়,ভূমিকম্পে মৃত্যু,শিশুর জন্ম দিতে গিয়ে মৃত্যু,এডসে মৃত্যুর ক্ষেত্রেও বিমার টাকা মেলে না।