Japan Antic Hotel: পৃথিবীর প্রাচীনতম হোটেলের ভিতরে...

Japan Antic Hotel: পৃথিবীর প্রাচীনতম হোটেলের ভিতরে…

আসাদ মল্লিক

|

Updated on: Jun 07, 2023 | 12:02 PM

Japan News: এক হাজার তিনশ বারো বছরের প্রাচীন জাপানের এই হোটেল। নাম নিশিয়ামা ওনসেন কিয়ুনকান স্পা হোটেল। ৭০৫ সালে পথ চলা শুরু হয় এই হোটেলের। জাপানের ফুজিওয়ারা মাহিতোর পারিবারিক ব্যাবসা শুরু হয় প্রায় ১৩০০ বছর আগে।

এক হাজার তিনশ বারো বছরের প্রাচীন জাপানের এই হোটেল। নাম নিশিয়ামা ওনসেন কিয়ুনকান স্পা হোটেল। ৭০৫ সালে পথ চলা শুরু হয় এই হোটেলের। জাপানের ফুজিওয়ারা মাহিতোর পারিবারিক ব্যাবসা শুরু হয় প্রায় ১৩০০ বছর আগে। ব্যক্তিগত মালিকানায় কেটে গেছে ৫২টি প্রজন্ম আজও অটুট লিগ্যাসি। নিশিয়ামা ওনসেন কিয়ুনকান স্পা হোটেলের নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। সময়ের সঙ্গে সঙ্গে বারে বারে পরিবর্তিত হয়েছে। মেরামতিও হয়েছে কিন্তু একদিনের জন্যও বন্ধ হয়নি এই হোটেলের দরজা। হোটেলটিতে আছে হট স্প্রিং বাথ। অতিথিদের স্বাগত জানানো হয় এই হট স্প্রিং বাথ দিয়ে। হোটেলের চারপাশে মনলোভা পাহাড়, উপত্যকা আর হট স্প্রিং। নিশিয়ামা ওনসেন কিয়ুনকানে ঘর আছে ৩৭টি। জাপানি কারুকার্য ও ভাস্কর্যে সাজানো ঘরগুলি। ঘরের ভাড়া ৪০৮ ডলার। ভারতীয় মুদ্রায় ভাড়া ৩৩,৬৩৮ টাকা। হোটেলের খুব কাছেই জাপানের উচ্চতম শৃঙ্গ মাউন্ট ফুজি। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মাউন্ট ফুজির পাদদেশে বিশ্বের প্রাচীনতম হোটেল। তাই বিশ্বের নানা প্রান্তের অতিথিদের আনাগোনা লেগেই থাকে এখানে।