Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: জন্টি রোডসের মতো, ক্যাচ ধরে শিশুকে বাঁচালেন বাবা!

Viral Video: জন্টি রোডসের মতো, ক্যাচ ধরে শিশুকে বাঁচালেন বাবা!

আসাদ মল্লিক

|

Updated on: Apr 23, 2023 | 6:13 PM

Viral Video: তিনি যে বাবা, রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হলেন। নিজে পড়ে গেলেন ঠিকই। কিন্তু সন্তানকে এমনই ভাবে বাঁচালেন,তা দেখে যে কারও চক্ষু চড়কবৃক্ষে উঠতে বাধ্য।

একটি ভিডিয়োতে দেখা গিয়েছে,স্কুটারে ছোট্ট শিশুকে কোলে নিয়ে খেলা করছিলেন বাবা। হঠাৎই পা হড়কে তিনি স্কুটার থেকে পড়ে যান। এমনই বেপরোয়া ভাবে তিনি পড়ে গেলেন,তাতে বাচ্চাটাও পড়ে যেতে পারত। সে ভয়ঙ্কর ভাবে আহতও হতে পারত। আদতে কিন্তু তা হল না। তিনি যে বাবা,রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হলেন। নিজে পড়ে গেলেন ঠিকই। কিন্তু সন্তানকে এমনই ভাবে বাঁচালেন,তা দেখে যে কারও চক্ষু চড়কবৃক্ষে উঠতে বাধ্য। এই বাবা তাঁর সন্তান ক্যাচ লোফার মতো করেই লুফে নিলেন। ফ্লোরটা কংক্রিটেরই ছিল। সেখানে পড়ে গেলে বাচ্চাটা প্রাণে বাঁচত কি না,তা একটা বড় প্রশ্ন। কিন্তু দুরন্ত এক ফিল্ডারের মতো এই বাবা তাঁর ছেলের শরীরের কোনও অংশ কংক্রিটের মেঝেতে স্পর্শ পর্যন্ত হতে দিলেন না। টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে Tansu YEĞEN নামক একটি পেজ থেকে। ১.২ মিলিয়ন ভিউ হয়েছে ভিডিয়োটির। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে,’অসাধারণ কাজ করেছেন এই বাবা!চমৎকার ভাবে আপনি আপনার সন্তানকে বাঁচিয়েছেন’।