Kidney Problems: কিডনি সচেতনতায় স্বাস্থ্যমেলা!

Kidney Problems: কিডনি সচেতনতায় স্বাস্থ্যমেলা!

আসাদ মল্লিক

|

Updated on: Apr 23, 2023 | 6:04 PM

Kidney Health: সাইলেন্ট কিলার বা নিঃশব্দ ঘাতক, কিডনি বা বৃক্কের রোগ। চিকিৎসকরা বলেন কিডনির সমস্যার ৮০% হলে তবেই মানবদেহে তার লক্ষণগুলি ফুটে ওঠে। তাই ভাল থাকতে চাই কিডনির সুস্থতা।

সাইলেন্ট কিলার বা নিঃশব্দ ঘাতক, কিডনি বা বৃক্কের রোগ। চিকিৎসকরা বলেন কিডনির সমস্যার ৮০% হলে তবেই মানবদেহে তার লক্ষণগুলি ফুটে ওঠে। তাই ভাল থাকতে চাই কিডনির সুস্থতা। বিশেষ করে এখনকার জটিল জীবনযাপনে দরকার কিডনির রোগের সম্বন্ধে ওয়াকিবহাল থাকা। কিডনি সংক্রান্ত রোগের সচেতনতায় বেহালার ডিএম হসপিটালে হল একটি স্বাস্থ্যমেলা। সারা দিন ব্যপি এই মেলায় চিকিৎসক, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত টেকনিশিয়ানরা, এলাকার মানুষজন ছাড়াও অংশগ্রহণ করে এলাকার স্কুলের ছাত্রছাত্রীরা। ওরা নিজেদের মতন করে বোঝাল কিডনি সংক্রান্ত সচেতনতার কথা। সুস্থ থাকার গুরুত্ব নিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন স্বাস্থ্যমেলায় বললেন। ডাক্তারবাবু জানালেন কিডনির রোগের লক্ষণ। সুস্থ স্বাভাবিক নিয়ন্ত্রিত জীবন যাপনেই লুকিয়ে আছে কিডনির রোগ মোকাবিলার চাবিকাঠি।