Rahul-Athiya Love Story: কীভাবে শুরু রাহুল-আথিয়ার প্রেম?

Rahul-Athiya Love Story: কীভাবে শুরু রাহুল-আথিয়ার প্রেম?

আসাদ মল্লিক

|

Updated on: Apr 23, 2023 | 5:55 PM

Rahul-Athiya Love Story: বিয়ের আগে থেকেই একসঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারের মুখ হয়েছেন রাহুল ও আথিয়া। রাহুল ও আথিয়া বেড়াতেও ভীষণ ভালোবাসেন। বিয়ের আগে ভারতীয় দলের বিদেশ সফরে রাহুলের সঙ্গী হতেন আথিয়া।

গত ২৩ জানুয়ারি জীবনে নতুন ইনিংস শুরু করেন জাতীয় দলের ক্রিকেটার লোকেশ রাহুলের। বলিউড তারকা আথিয়া শেট্টির সঙ্গে গাঁটছড়া বাঁধেন। বিয়ের আগে দীর্ঘদিন একে অপরকে ডেট করেছেন রাহুল-আথিয়া। কীভাবে পরিচয় হল ক্রিকেট ও সিনে জগতের দুই তারকার? এক কমন ফ্রেন্ডের দৌলতে রাহুল ও আথিয়ার পরিচয়। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে একে অপরকে ডেট করছেন রাহুল-আথিয়া দু’জনই। বিয়ের আগে থেকেই একসঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারের মুখ হয়েছেন রাহুল ও আথিয়া। রাহুল ও আথিয়া বেড়াতেও ভীষণ ভালোবাসেন। বিয়ের আগে ভারতীয় দলের বিদেশ সফরে রাহুলের সঙ্গী হতেন আথিয়া। সাদা কালো নয়,তাঁদের জীবনের মুহূর্তগুলো এখন রঙিন। এভাবেই একে অপরের পাশে থেকে,ভালোবেসে কাটিয়ে দিতে চান তাঁরা।

Published on: Apr 23, 2023 05:55 PM