Shivan Dubey Love Story: সিএসকে অলরাউন্ডার শিবমের প্রেমকাহিনি

Shivan Dubey Love Story: সিএসকে অলরাউন্ডার শিবমের প্রেমকাহিনি

আসাদ মল্লিক

|

Updated on: Apr 23, 2023 | 5:48 PM

IPL 2023: মাঠের বাইরে শিবমের দুনিয়াটা কেমন? শিবমের দীর্ঘসময়ের প্রেমিকা অঞ্জুম খান। উত্তরপ্রদেশের আলিগড় ইউনিভার্সিটিতে পড়াশোনা সম্পূর্ণ করেন। ফাইন আর্টস নিয়ে স্নাতক হয়েছেন অঞ্জুম। তাঁর আগ্রহের জায়গা ছিল অভিনয় এবং মডেলিং।

আইপিএল মরসুম শুরুর আগে অস্বস্তিতে ছিলেন শিবম দুবে। গুরুতর চোটের কারণে শিবম দুবে শুরুতে অনুশীলন করতে পারেননি। শুরুর দিকে কয়েক ম্যাচে রান পাননি। চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে ব্যাটিং অর্ডারে তাঁকে ওপরে পাঠানো হয়। অর্ধশতরানের বিধ্বংসী ইনিংস খেলেন শিবম। ম্য়াচ শেষে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাঠের বাইরে শিবমের দুনিয়াটা কেমন? শিবমের দীর্ঘসময়ের প্রেমিকা অঞ্জুম খান। উত্তরপ্রদেশের আলিগড় ইউনিভার্সিটিতে পড়াশোনা সম্পূর্ণ করেন। ফাইন আর্টস নিয়ে স্নাতক হয়েছেন অঞ্জুম। তাঁর আগ্রহের জায়গা ছিল অভিনয় এবং মডেলিং। তিনি বলিউডে কাজও করেছেন। মডেলিংয়ের পাশাপাশি হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন অঞ্জুম। মিউজিক ভিডিয়োতেও অভিনয় করেছেন। অঞ্জুম মুসলিম পরিবারের কন্যা। শিবম দুবে হিন্দু। তাঁদের ভালোবাসায় অন্তরায় হয়ে দাঁড়ায়নি ভিন্ন ধর্ম। হিন্দু এবং মুসলিম দুই রীতি মেনেই নতুন জীবন শুরু করেন শিবম এবং অঞ্জুম। বিয়ের সেই ছবি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও রয়েছে। শিবম এবং অঞ্জুমের প্রেম দীর্ঘ সময়ের। বিয়ে নিয়ে দুই পরিবারের আপত্তি না থাকলেও সোশ্য়াল মিডিয়ায় ব্য়পক হইচই হয়। অনেকেই এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। ২০২২-র ফেব্রুয়ারিতে শিবম-অঞ্জুমের জীবনে আরও বেশি সুখ এসেছে। পুত্র সন্তান হয় তাঁদের।