Sundarban News: মাছ ধরতে নিষেধাজ্ঞা!
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে বৃষ্টি ও ঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।আর সেই মোতাবেক যাতে মঙ্গল ও বুধবার এই দু'দিন। সুন্দরবনের নদী ও বঙ্গোপসাগরে মাছ কাঁকড়া ধরতে যাতে কোন নৌকা বা ট্রলার নিয়ে মৎসজীবীরা না যায় সেই কারণেই মঙ্গলবার নদীর উপকূলবর্তী এলাকায় মাইকিং করে মৎস্যজীবীদেরকে সতর্ক করার কাজ শুরু করলো পুলিশ।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে বৃষ্টি ও ঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।আর সেই মোতাবেক যাতে মঙ্গল ও বুধবার এই দু’দিন। সুন্দরবনের নদী ও বঙ্গোপসাগরে মাছ কাঁকড়া ধরতে যাতে কোন নৌকা বা ট্রলার নিয়ে মৎসজীবীরা না যায় সেই কারণেই। মৎস্যজীবীদেরকে সতর্ক করার কাজ শুরু করলো বারুইপুর জেলার পুলিশ। মূলত সুন্দরবনের কুলতলি। মইপিঠ উপকূল থানা। ঝড়খালি উপকূল থানা। বাসন্তী থানা।গোসাবা থানা ও সুন্দরবন উপকূল থানা এলাকায় প্রচুর মৎস্যজীবী সুন্দরবনের নদীতে ও বঙ্গোপসাগরে মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন। যাতে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তারা যাতে না যান সেই কারণেই মঙ্গলবার নদীর উপকূলবর্তী এলাকায় মাইকিং করে মৎস্যজীবীদেরকে সতর্ক করার কাজ শুরু করলো পুলিশ।
Latest Videos