WB Tourism Package: ৬৫টি প্যাকেজ ট্যুরে বেড়ান বাংলা
পর্যটন মানচিত্রে বাংলার বৈচিত্র্যের শেষ নেই। পশ্চিমবঙ্গে রয়েছে পাহাড়, বন্যপ্রাণ, প্রকৃতি, সমুদ্র সৈকত, বিভিন্ন ঐতিহ্যশালী স্থান এবং ধর্মীয় পর্যটন ক্ষেত্র। এবার এই টুরিস্ট স্পট গুলিতে প্যাকেজ ট্যুর চালু করল পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন দফতর। ১৬ টি ডেসটিনেশনে প্যাকেজ ট্যুর এনেছে পর্যটন দফতর। প্রাথমিকভাবে ৬৫ টি ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে রাজ্য পর্যটন দফতর।
পর্যটন মানচিত্রে বাংলার বৈচিত্র্যের শেষ নেই। পশ্চিমবঙ্গে রয়েছে পাহাড়, বন্যপ্রাণ, প্রকৃতি, সমুদ্র সৈকত, বিভিন্ন ঐতিহ্যশালী স্থান এবং ধর্মীয় পর্যটন ক্ষেত্র। এবার এই টুরিস্ট স্পট গুলিতে প্যাকেজ ট্যুর চালু করল পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন দফতর। ১৬ টি ডেসটিনেশনে প্যাকেজ ট্যুর এনেছে পর্যটন দফতর। প্রাথমিকভাবে ৬৫ টি ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে রাজ্য পর্যটন দফতর। দার্জিলিং ও কালিম্পংয়ে পাহাড় সার্কিটের ট্যুর। বন্যপ্রাণে আগ্রহীদের জন্য প্যাকেজ ট্যুরের ব্যবস্থা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়।
বাংলার ইতিহাস, ঐতিহ্য আর হেরিটেজের খোঁজ যারা করেন তাদের জন্যও প্যাকেজের ব্যবস্থা রয়েছে। প্যাকেজ গুলি কোচবিহার, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম হাওড়া ও কলকাতার বিভিন্ন স্থানে অপারেট করবে রাজ্য পর্যটন দফতর। প্রকৃতির কাছাকাছি যদি কেউ কোন ট্যুর চান তাঁদের বেছে নিতে হবে ঝাড়গ্রাম ও পুরুলিয়ার প্যাকেজ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্রসৈকতেও থাকছে প্যাকেজ। সপ্তাহান্তের বেড়ানোর জন্য উত্তর ২৪ পরগনা জেলা। বিভিন্ন জেলার ৪০০টি ধর্মীয় স্থান ১০০টিরও বেশি ধর্মীয় পর্যটন ক্ষেত্রে ট্যুর অপারেট করবে পর্যটন দফতর। ঘোরা থাকা ও খাওয়ার ব্যবস্থা করবে পর্যটন দফতর। সরকারের আশা কেবল রাজ্যের পর্যটকই নয় ভিনরাজ্য ও বিদেশি পর্যটক টানবে এই প্যাকেজগুলি।