Coconut Water Benefits: ডাবের জলে চুমুকে বাড়বে সুগার
Coconut Water: রাস্তায় বেরিয়ে ক্লান্তি বোধ করলে চুমুক দিতে পারেন ডাবের জলে। এই গরমে ডাবের জল পান করলে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে। ডায়াবেটিসের রোগীদের মিষ্টিজাতীয় পানীয় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
রাস্তায় বেরিয়ে ক্লান্তি বোধ করলে চুমুক দিতে পারেন ডাবের জলে। এই গরমে ডাবের জল পান করলে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে। ডায়াবেটিসের রোগীদের মিষ্টিজাতীয় পানীয় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। সোডাযুক্ত পানীয় ডায়াবেটিসের রোগীদের জন্য বিষ। যে কোনও প্যাকেটজাত পানীয় বা জুস ডায়াবেটিসের রোগীদের খাওয়া উচিত নয়। এতে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। অনেক সুগার রোগীরাই বুঝতে পারেন না যে,তাঁদের জন্য ডাবের জল উপকারী কি না। শাঁসহীন ডাবের জলের মধ্যে ৯.৫ গ্রাম সুগার,৪৪ ক্যালোরি এবং ১০.৫ গ্রাম কার্ব থাকে। এই ডাবের জল ডায়াবেটিসের রোগীরা খেতেই পারেন। কিন্তু যে ডাবের মধ্যে শাঁস পাওয়া যায় তার মধ্যে ১৮ গ্রাম সুগার,৯১ ক্যালোরি ও ২২.৫ গ্রাম কার্ব থাকে। তাই এগুলো এড়িয়ে যাওয়াই ভাল। নিয়মিত ডাবের জল পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রনেই থাকে। ডায়াবেটিসের রোগী হয়েও যদি ডাবের জল পান করেন,তাহলে মিলতে পারে আরও অনেক সুবিধা। তার মধ্যে একটি হল,এই গরমে আপনি ডিহাইড্রেটেড হবেন না। ডাবের জলের মধ্যে ভিটামিন ও মিনারেল রয়েছে,যা ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। ডাবের জল পান করলে এটি ডায়াবেটিসের রোগীদের মধ্যে অক্সিডেটিভ চাপ কমাতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের মিষ্টি স্বাদের ডাবের জল পান করা উচিত নয়। কচি ডাবের জল পান করুন। প্রয়োজনে চিকিৎসকের থেকে পরামর্শ নিয়ে ডাবের জল পান করুন।