Jiah Khan Case Update: জিয়ার নষ্ট ভ্রূণকে বাথরুমে ফ্লাশ করেছিলেন সূরজ পাঞ্চোলি?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 28, 2023 | 7:51 PM

কী হয়েছিল সে রাতে? দেখে নেওয়া যাক জিয়ার মৃত্যুর টাইমলাইন। ২০১৩-র ৩ জুন মুম্বইয়ের জুহুর ফ্ল্য়াট থেকে উদ্ধার হয় জিয়ার দেহ। সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। সে সময় জিয়ার বয়স মাত্র ২৫ বছর। প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যা বলে ঘোষণা করে জিয়ার মৃত্যুকে। কিন্তু মৃত্যুর একদিন পর জিয়ার মা দাবি করেন, মেয়ে আত্মহত্যা করেননি, তাঁকে খুন করা হয়েছে

Published on: Apr 28, 2023 07:51 PM