WITT 2024: সেনাবাহিনীর ক্ষমতার নিয়ে কখনও সন্দেহ করবেন না: রাজনাথ সিং

Feb 27, 2024 | 1:22 PM

রুশ-ইউক্রেন যুদ্ধের সময় কীভাবে ভারতীয়দের উদ্ধার করেছেন প্রধানমন্ত্রী, বর্ণনা করলেন রাজনাথ সিং। পাক অধিকৃত কাশ্মীর সম্পর্কে তিনি বলেন, সেখানের লোকজন নিজেরাই বলছে আমরা ভারতে যেতে চাই। দেখুন ভবিষ্যতে কী হয়। কাশ্মীর সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, কাশ্মীরবাসী বলছে, আগের পরিস্থিতি ফিরে আসছে। শান্ত হচ্ছে কাশ্মীর।

Follow Us

রুশ-ইউক্রেন যুদ্ধের সময় কীভাবে ভারতীয়দের উদ্ধার করেছেন প্রধানমন্ত্রী, বর্ণনা করলেন রাজনাথ সিং। “আমাদের প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা প্রায় সব দেশের রাষ্ট্রনেতাদের কাছেই আছে। ভারতই পারে শান্তি ফেরাতে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সময়ে মোদীজি যা করেছেন, তা বিশ্বের আর কোনও রাষ্ট্রনেতা করতে পারেননি”, বলেন তিনি।

তিনি বলেন, সন্ত্রাসবাদীদের সুরক্ষা দেয় পাকিস্তান। সন্ত্রাসবাদীদে মদত দেওয়া বন্ধ হলে ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনার পথে হাঁটতে পারে। তাঁর মতে, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ভাল রাখা উচিত কারণ প্রতিবেশী কখনও বদলানো যায় না। কাশ্মীর সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “কাশ্মীরবাসী বলছে, আগের পরিস্থিতি ফিরে আসছে। শান্ত হচ্ছে কাশ্মীর। বিরোধীরা যখন সেনার শক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করে, প্রশ্ন তোলে, তখন সবথেকে খারাপ লাগে। Pok-এর লোকজন নিজেরাই বলছে আমরা ভারতে যেতে চাই। দেখুন ভবিষ্যতে কী হয়”।

চিন প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, “আমরা কাউকে আক্রমণ করব না, কিন্তু কেউ আমাদের আক্রমণ করলে আমরা ছেড়ে কথা বলব না। এই বার্তা একেবারে স্পষ্ট। ভারত একমাত্র দেশ, যারা অন্য কোনও দেশের এক ইঞ্চি নেয়নি, কারও ওপর আক্রমণও করেনি।”

রুশ-ইউক্রেন যুদ্ধের সময় কীভাবে ভারতীয়দের উদ্ধার করেছেন প্রধানমন্ত্রী, বর্ণনা করলেন রাজনাথ সিং। “আমাদের প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা প্রায় সব দেশের রাষ্ট্রনেতাদের কাছেই আছে। ভারতই পারে শান্তি ফেরাতে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সময়ে মোদীজি যা করেছেন, তা বিশ্বের আর কোনও রাষ্ট্রনেতা করতে পারেননি”, বলেন তিনি।

তিনি বলেন, সন্ত্রাসবাদীদের সুরক্ষা দেয় পাকিস্তান। সন্ত্রাসবাদীদে মদত দেওয়া বন্ধ হলে ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনার পথে হাঁটতে পারে। তাঁর মতে, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ভাল রাখা উচিত কারণ প্রতিবেশী কখনও বদলানো যায় না। কাশ্মীর সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “কাশ্মীরবাসী বলছে, আগের পরিস্থিতি ফিরে আসছে। শান্ত হচ্ছে কাশ্মীর। বিরোধীরা যখন সেনার শক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করে, প্রশ্ন তোলে, তখন সবথেকে খারাপ লাগে। Pok-এর লোকজন নিজেরাই বলছে আমরা ভারতে যেতে চাই। দেখুন ভবিষ্যতে কী হয়”।

চিন প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, “আমরা কাউকে আক্রমণ করব না, কিন্তু কেউ আমাদের আক্রমণ করলে আমরা ছেড়ে কথা বলব না। এই বার্তা একেবারে স্পষ্ট। ভারত একমাত্র দেশ, যারা অন্য কোনও দেশের এক ইঞ্চি নেয়নি, কারও ওপর আক্রমণও করেনি।”

Next Video