Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iman Chakraborty: সাতসুরে রেওয়াজ করেন যিনি তাকে কি রেওয়াজ করতে হয়েছে রাম্পে হাঁটার জন্য?

Iman Chakraborty: সাতসুরে রেওয়াজ করেন যিনি তাকে কি রেওয়াজ করতে হয়েছে রাম্পে হাঁটার জন্য?

আসাদ মল্লিক

|

Updated on: May 14, 2023 | 7:03 PM

Iman Chakraborty: শো স্টপার গৌরব, দেবলীনা। আর গায়িকা ইমন। সাতসুরে রেওয়াজ করেন যিনি তাকে কি রেওয়াজ করতে হয়েছে রাম্পে হাঁটার জন্য?

শো স্টপার গৌরব, দেবলীনা। আর গায়িকা ইমন। সাতসুরে রেওয়াজ করেন যিনি তাকে কি রেওয়াজ করতে হয়েছে রাম্পে হাঁটার জন্য। বসন্তের রঙে পোশাকের রঙ। নেপথ্য সঙ্গীত থেকে পোশাকের ডিজাইন সবেতেই বঙ্গ সংস্কৃতির ছোঁয়া। সে কথাই উঠে এলো ডিজাইনার থেকে আরও দুই পোক্ত শো স্টপারের কথায়। তবে আলোচনার কেন্দ্র বিন্দু অবশ্যই ইমনের ক্যাট ওয়াক।

গৌরব চ্যাটার্জি দেবলীনা কুমার বললেন ইমন রাগে অনেক নেচেছি। তবে ইমনের সঙ্গে এই প্রথম ক্যাট ওয়াক। অভিষেক দত্ত, ফ্যাশন ডিজইনার, বললেন ভাবনাটাই বসন্ত ঘিরে আর এদের মতো শো স্টপার পেয়ে কাজটা আরও উপভোগ্য হয়ে উঠেছে।