IRCTC News: ট্রেনের কনফার্ম টিকিট হারালে কী উপায়?
ভারতীয় রেল বিকল্প একটা ব্যবস্থা করেছে যাতে নিশ্চিন্তে যাত্রা করা যায় টিকিট হারালেও। রেল সমাধান হিসাবে ডুপ্লিকেট টিকিট দেয়। বিভিন্ন শ্রেণী অনুযায়ী ডুপ্লিকেট টিকিটের বিভিন্ন রকম দাম। indianrail.gov.in এ এই বিষয়ে বিস্তারিত জানা যায়। টিকিট কাউন্টার থেকেও পাওয়া যায় ডুপ্লিকেট টিকিট
ট্রেনে জার্নির আগে কনফার্ম টিকিট হঠাৎ হারিয়ে গেলে কী করবেন? নতুন করে টিকিট কাটলে কনফার্ম বার্থ পাবার সম্ভাবনা থাকে না। আবার বিনা টিকিটে ট্রেনে চড়লে জেল জরিমানা হতে পারে। কী করবেন এই অবস্থায়? ভারতীয় রেল বিকল্প একটা ব্যবস্থা করেছে যাতে নিশ্চিন্তে যাত্রা করা যায় টিকিট হারালেও। রেল সমাধান হিসাবে ডুপ্লিকেট টিকিট দেয়। বিভিন্ন শ্রেণী অনুযায়ী ডুপ্লিকেট টিকিটের বিভিন্ন রকম দাম। indianrail.gov.in এ এই বিষয়ে বিস্তারিত জানা যায়। টিকিট কাউন্টার থেকেও পাওয়া যায় ডুপ্লিকেট টিকিট। ট্রেনে উঠে টিকিট চেকার আসার আগে টিকিট হারালে যেকোনও আইডি প্রুফ দেখাতে হবে। আইডি প্রুফের সঙ্গে রিজার্ভেশন চার্টের নাম মিলে গেলে সমস্যা নেই। তখন চেকার একটি এন্ট্রি স্লিপ দেন, তাতেই যাত্রা সম্পূর্ণ করা যাবে। কত টাকা লাগে ডুপ্লিকেট টিকিটে? স্লিপার ক্লাসে ৫০ টাকা, এসি ক্লাসের জন্য ১০০ টাকা। রিজার্ভেশন চার্ট তৈরি হবার পর ডুপ্লিকেট টিকিট করতে ভাড়ার ৫০% দিতে হবে। টিকিট ছিঁড়ে গেলে ভাড়ার ২৫% দিয়ে ডুপ্লিকেট টিকিট করতে হয়। ওয়েট লিস্ট টিকিটের ক্ষেত্রে অবশ্য এই সুবিধা নেই।