Medicine Price Reduced: ওষুধের দাম অর্ধেক হচ্ছে?
পেটেন্টের মেয়াদ উত্তীর্ণ ওষুধের ক্ষেত্রে এই মূল্যহ্রাস হবে। পেটেন্টের মেয়াদ উত্তীর্ণ হবার এক বছরের মধ্যে পাইকারি দামের পরিবর্তন হবে। ওষুধের খুচরো দামের এমআরপি তারপরেই বদলাবে। ওষুধ আবিষ্কারের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেই ওষুধ অন্য কেউ তৈরি করে বিক্রি করতে পারে না। একেই বলে কৃতিস্বত্ব বা পেটেন্ট। পেটেন্টের মেয়াদ উত্তীর্ণ হলে জেনেরিক সংস্করণ আসে
দাম কমছে গুরুত্বপূর্ণ ওষুধের। ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস প্রাইসিং অথরিটি জানিয়েছে ৫০% কমবে ওষুধের দাম । পেটেন্টের মেয়াদ উত্তীর্ণ ওষুধের ক্ষেত্রে এই মূল্যহ্রাস হবে। পেটেন্টের মেয়াদ উত্তীর্ণ হবার এক বছরের মধ্যে পাইকারি দামের পরিবর্তন হবে। ওষুধের খুচরো দামের এমআরপি তারপরেই বদলাবে। ওষুধ আবিষ্কারের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেই ওষুধ অন্য কেউ তৈরি করে বিক্রি করতে পারে না। একেই বলে কৃতিস্বত্ব বা পেটেন্ট। পেটেন্টের মেয়াদ উত্তীর্ণ হলে জেনেরিক সংস্করণ আসে। সঙ্গে সঙ্গে দাম ৯০% পর্যন্ত কমে। অ্যান্টি ডায়াবেটিক ওষুধ ভিল্ডাগ্লিপটিন ও সিটাগ্লিপটিন পেটেন্ট হারিয়েছে। কার্ডিয়াক ওষুধ ভালসার্টানের দামও এভাবেই কমেছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ওষুধের সর্বোচ্চ দাম নির্ধারণ করে। অতীতে সরকার বিভিন্ন কমিটি গঠন করে ওষুধের দাম কমানোর চেষ্টা করেছে। তবে সুরাহা হয়নি, পেটেন্ট যুক্ত ওষুধের দাম আকাশছোঁয়াই রয়ে গেছে।