Speed Of A Cyclone: ঘূর্ণিঝড়ের এবারে সঠিক গতিবেগ কত?

Speed Of A Cyclone: ঘূর্ণিঝড়ের এবারে সঠিক গতিবেগ কত?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 12, 2023 | 8:02 PM

চরকি যেমন পাক খেতে খেতে এগিয়ে যায় ঠিক তেমনই সাইক্লোন এগোয়। প্রচণ্ড জোরে ঘোরে। কিন্তু এগোয় জোরে নয়। তাহলে কোন গতি বেশি হলে সেটা বেশি ক্ষতি করে?সমুদ্রের ওপর ঘূর্ণিঝড় শক্তি বাড়ায় । কিন্তু স্থলভাগে সে শক্তি দ্রুত কমতে থাকে। সে যাই হোক একটা সোজা প্রশ্নের সোজা উত্তর। ঘূর্ণিঝড়ের এবারে সঠিক গতিবেগ কত?

চরকি যেমন পাক খেতে খেতে এগিয়ে যায় ঠিক তেমনই সাইক্লোন এগোয়। প্রচণ্ড জোরে ঘোরে। কিন্তু এগোয় জোরে নয়। তাহলে কোন গতি বেশি হলে সেটা বেশি ক্ষতি করে?সমুদ্রের ওপর ঘূর্ণিঝড় শক্তি বাড়ায় । কিন্তু স্থলভাগে সে শক্তি দ্রুত কমতে থাকে। সে যাই হোক একটা সোজা প্রশ্নের সোজা উত্তর। ঘূর্ণিঝড়ের এবারে সঠিক গতিবেগ কত? সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, অধিকর্তা, আলিপুর জানান যে নানা জায়গায় নানা রকম গতিবেগের কথা শোনা যাচ্ছে এটা ঠিক নয় সাধারণ মানুষকে বিভ্রান্ত করা উচিত নয় সাইক্লোন নিয়ে পড়াশোনা করার ফলে আমরা জেনেছি যে সাইক্লোনের গতিবেগ সব জায়গায় সমান থাকে না। সমুদ্রপৃষ্ঠের উপর সবচেয়ে বেশি গতিবেগ থাকে কারণ জলস্তরের থেকে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়। যত স্থলভাগের দিকে এগোয়ে তত তার শক্তি ক্ষয় হয়। ফলে দুর্বল হয়ে পড়ে এবং গতিবেগ হারায়।