Spoiled Notes: কোথায় যায় নষ্ট হয়ে যাওয়া নোট?
বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ২০০০ টাকার নোট। ব্যাঙ্কে জমা দেওয়া যাবে ২০০০ টাকার নোট। তারপর সেই ২০০০ টাকার নোট নষ্ট করে দেওয়া হবে। রিজার্ভ ব্যাঙ্কের অফিসে নষ্ট করা হবে সেই নোটগুলি।
বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ২০০০ টাকার নোট। ব্যাঙ্কে জমা দেওয়া যাবে ২০০০ টাকার নোট। তারপর সেই ২০০০ টাকার নোট নষ্ট করে দেওয়া হবে। রিজার্ভ ব্যাঙ্কের অফিসে নষ্ট করা হবে সেই নোটগুলি। ভারতে ১৯ টি অফিস আছে রিজার্ভ ব্যাঙ্কের। সেই অফিসগুলোতে ২৭টি যন্ত্র আছে যার সাহায্যে নোট নষ্ট করা যায়। এই যন্ত্র গুলি নোটগুলিকে ছোট ছোট টুকরো করতে সাহায্য করে। সেই টুকরো নোটগুলিকে তৈরি হয় কার্ডবোর্ড। বাতিল নোটগুলি থেকে ক্যালেন্ডার,পেপার-ওয়েটও তৈরি করা হয়। আমেরিকাও নষ্ট করে দেয় বাতিল নোটগুলি। সেই দেশও বাতিল নোটগুলি থেকে তৈরি করে বিভিন্ন উপহার। ভারত এই বাতিল নোটগুলি থেকে শক্ত কার্ডবোর্ডে তৈরি করে মাটিতে পুঁতে দেয়। এই ভাবে মাটিতে পুঁতে দেওয়ার প্রক্রিয়া পরিবেশবান্ধবও নয়। এই ভাবে নষ্ট হয়ে যাওয়া মুদ্রা রিসাইকেল করা হয়। ব্রিটেনে পুড়িয়ে দেওয়া হয় নষ্ট মুদ্রা থেকে তৈরি কার্ডবোর্ডগুলি। ব্রিটেনের এই পদক্ষেপকে খুবই ভাল বলে মনে করা হয়। এই কার্ডবোর্ডগুলি খুব তাড়াতাড়ি পুড়ে যায়।