Most Costliest House In India: দেশের সবচেয়ে দামি বাড়ি
India News: বাড়ি তো নয় যেন বাড়াবাড়ি। দেশের সবচেয়ে দামি বাড়ি রিলায়েন্সের মালিক মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া। এই তালিকাতে রয়েছে আরও অনেক বাড়ি
বাড়ি তো নয় যেন বাড়াবাড়ি। দেশের সবচেয়ে দামি বাড়ি রিলায়েন্সের মালিক মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া। এই তালিকাতে রয়েছে আরও অনেক বাড়ি। মুম্বইয়ে রেমন্ড গ্রুপের শীর্ষকর্তা গৌতম সিংহানিয়ার বাড়ি জেকে হাউস। ৩০ তলা এই বাংলোয় আছে হেলিপ্যাড,সুইমিং পুল,পার্কিং,জিম ও স্পা। মুম্বইয়ে অনিল আম্বানি ৫০০০ কোটির বাংলো আবোড। এটি ১৭ তলার বাড়ি। আছে স্পা, জিম, হেলিপ্যাড ও সুইমিং পুল। ৭৫০ কোটি টাকায় তৈরি সাইরাস পুনাওয়ালার প্রাসাদোপম বাংলো লিঙ্কন হাউস। মুম্বইয়ের সমুদ্রের তীরে এই বাংলো। মনসুর আলি পতৌদির বাড়ির মূল্য ৮০০ কোটি টাকা। বর্তমানে এই গাড়ির মালিক সইফ আলি খান। কুমার মঙ্গলম বিড়লার বাড়ি জটিয়া হাউসে ৫০০ থেকে ৬০০ মানুষ থাকতে পারেন। বাড়িতে আছে ২০টি বেডরুম।
Latest Videos