Alzheimer's Disease: বাংলায় কেন বাড়ছে অ্যালঝাইমার্স?

Alzheimer’s Disease: বাংলায় কেন বাড়ছে অ্যালঝাইমার্স?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 08, 2023 | 2:47 PM

৫ লক্ষ মার্কিনি অ্যালঝাইমার্সের শিকার। বাংলায় প্রতি ১১ জনে ১জন অ্যালঝাইমার্সে আক্রান্ত। বাংলায় গত কয়েক বছরে অ্যালঝাইমার্স আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯% । মূলত শহুরে জীবনযাত্রা ও বায়ু দূষণ বাড়াচ্ছে এই রোগের প্রবণতা। পুরুষদের তুলনায় মহিলারা আক্রান্ত হচ্ছেন বেশি করে। বিজ্ঞানীদের দাবি ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি বেশি বয়সী মহিলাদের অ্যালঝাইমার্স বাড়াচ্ছে।

৫ লক্ষ মার্কিনি অ্যালঝাইমার্সের শিকার। বাংলায় প্রতি ১১ জনে ১জন অ্যালঝাইমার্সে আক্রান্ত। বাংলায় গত কয়েক বছরে অ্যালঝাইমার্স আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯% । মূলত শহুরে জীবনযাত্রা ও বায়ু দূষণ বাড়াচ্ছে এই রোগের প্রবণতা। পুরুষদের তুলনায় মহিলারা আক্রান্ত হচ্ছেন বেশি করে। বিজ্ঞানীদের দাবি ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি বেশি বয়সী মহিলাদের অ্যালঝাইমার্স বাড়াচ্ছে।

অতিরিক্ত স্ক্রিন টাইম অ্যালঝাইমার্সের আরও একটি কারণ। ভার্চুয়াল জগতে মেতে থাকতে থাকতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ কমে যাচ্ছে শহরবাসীর। এর প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। সেরিব্রাল ব্লাড ফ্লোর হেরফের ও ই জিনের অ্যাপোলাইপোপ্রোটিনের তারতম্যে অ্যালঝাইমার্স ঘটায়। ধীরে ধীরে অ্যালঝাইমার্সে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সারা দেশের নিরিখে দক্ষিণ বাংলা ও কলকাতায় অ্যালঝাইমার্সে আক্রান্ত বেশি।