Ditipriya Roy: কেন গোটা রাস্তা কাঁদতে-কাঁদতে ফিরতে হয়েছিল দিতিপ্রিয়াকে?

Ditipriya Roy: কেন গোটা রাস্তা কাঁদতে-কাঁদতে ফিরতে হয়েছিল দিতিপ্রিয়াকে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 27, 2023 | 9:26 PM

এই শহর জানে দিতিপ্রিয়া রায়ের সবকিছু। এই শহরেই প্রথম বার ইডেনে খেলা দেখতে গিয়েছিলেন দিতিপ্রিয়া রায়। কেকেআর ভার্সেস মুম্বই ইন্ডিয়ানসের খেলা ছিল। সেই খেলায় হেরে যায় কেকেআর। দিতিপ্রিয়ার কথায়, "সারা রাস্তাটা কাঁদতে-কাঁদতে ফিরেছি।"

হত্যার হুমকি সলমনকে
সলমন খানকে এবার হত্যার হুমকি দিল কানাডার গায়ক গ্যাংস্টার গোল্ডি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তার দলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন সলমন খানই তাদের টার্গেট।

শোকে পাথর অর্পিতা
মঙ্গলবার সকালেই খান ও শর্মা পরিবারে শোকের ছায়া। সন্তান স্নেহে যাকে এতদিন বড় করে তুলেছেন, সেই প্রিয় পোষ্যই আর নেই। শোকে পাথর অর্পিতা খান, সম্পর্কে যিনি সলমনের খানের বোন। হারিয়েছেন তাঁর চারপেয়ে সন্তানকে। ‘মা’ অর্পিতার মন ভাল নেই। তাঁর পোষ্যের নাম হ্যাগ্রিড।

ভাঙা হল বাড়ি…
২০২২ সালের ১৫ই ফেব্রুয়ারি প্রয়াত হন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায় এক আবেগের নাম। তাঁরই লেক গার্ডেন্সের বাড়ি এবার ভাঙা পড়ল, সেই খবর সামনে আসতেই আবেগে ভাসলেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি।

কেন চোখে জল দিতিপ্রিয়ার?
এই শহর জানে দিতিপ্রিয়া রায়ের সবকিছু। এই শহরেই প্রথম বার ইডেনে খেলা দেখতে গিয়েছিলেন দিতিপ্রিয়া রায়। কেকেআর ভার্সেস মুম্বই ইন্ডিয়ানসের খেলা ছিল। সেই খেলায় হেরে যায় কেকেআর। দিতিপ্রিয়ার কথায়, “সারা রাস্তাটা কাঁদতে-কাঁদতে ফিরেছি।”

সৃজিতের চমক
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পোস্টে চমকে গেলেন ভক্তরা। মঙ্গলবার দুপুরে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে শেয়ার করলেন ছবি। লিখলেন, ‘হঠাৎ রাস্তায়… অফিস অঞ্চলে।’

‘আমার কান্না পাচ্ছে’
বাড়ি ভাঙা পড়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। সেখানে গড়ে উঠবে বহুতল। প্রতিবাদ সব মহলে। এ সব দেখে ক্লান্ত কবীর সুমন। TV9 বাংলাকে বললেন, “যারা ওঁর কড়ে আঙুলেরও যোগ্য নয়, তাঁরা পদ্মভূষণ পেয়েছেন। আর ওঁকে দেওয়া হয়েছে পদ্মশ্রী। কী বলব আমি বলুন তো? ক্লান্ত লাগছে।”

‘অন্তঃসত্ত্বা’ রুক্মিনী!
জন্মদিনে সকলকে চমকে দিয়ে সামনে এল রুক্মিনী মৈত্রর লুক। অন্তঃসত্ত্বা সত্যবতী, ব্যোমকেশ ও ‘দুর্গরহস্য’ ছবির পরিচালক বিরসা দাশগুপ্ত এবার শেয়ার করলেন ছবির পোস্টারে রুক্মিনীর লুক। মুহূর্তে ভাইরাল হল ছবি।

ভুয়ো বিজ্ঞাপন, সতর্ক করলেন ভাস্বর
সচেতনতামূলক পোস্ট করলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তাঁর নাম করে চলছে অভিনয়ের সুযোগ দেওয়ার ভুয়ো বিজ্ঞাপন। তা চোখে পড়তেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেতা।

দুর্ঘটনার কবলে অভিনেতা
সড়ক দুর্ঘটনার কবলে কন্নড় অভিনেতা সূরজ কুমার। বাইকে চড়ে মাইসুরু থেকে উটি যাচ্ছিলেন তিনি। সেই সময় মাইসুরু-গুন্ডলেপুর হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে । প্রাণে বাঁচতে ডান পা কেটে বাদ দিতে হল তাঁর। আপাতত মাইসুরু মণিপাল হাসপাতালে চিকিৎসাধীন সূরজ।