Kim Jong Un News: নেশায় ডুবে কিম জং, কী এমন হল?
South Korea: দক্ষিণ কোরিয়ার গুপ্তচরদের হাতে এসেছে কিম জং উনের এক বিস্ফোরক খবর। দক্ষিণ কোরিয়ায় এক জনপ্রতিনিধি সাংবাদিকদের জানিয়েছেন সেই রিপোর্টের সারমর্ম।
দক্ষিণ কোরিয়ার গুপ্তচরদের হাতে এসেছে কিম জং উনের এক বিস্ফোরক খবর। দক্ষিণ কোরিয়ায় এক জনপ্রতিনিধি সাংবাদিকদের জানিয়েছেন সেই রিপোর্টের সারমর্ম। ক্রমশ ধূমপান ও মদ্যপানে আশক্তি বেড়েই চলেছে কিমের। সম্প্রতি উত্তর কোরিয়া নাকি প্রচুর মার্লবোরো আর ডানহিল সিগারেট আমদানি করেছে উত্তর কোরিয়া। সে সবই নাকি কিমের জন্য। এছাড়াও কিমের ঘুম হচ্ছে না ঠিকঠাক। কিমের ওজন বেড়ে হয়েছে ১৪০ কেজি। দক্ষিণ কোরিয়ার জনপ্রতিনিধি ইও সাং বাম গুপ্তচর রিপোর্ট দেখিয়ে বলেন, ‘ অনিদ্রার ওষুধের খোঁজ করছে উঃ কোরিয়া’। তিনি বলেন, ‘কিম বেশকিছু কুচক্রে জড়িয়ে গেছেন কিম, মদ ও সিগারেটে তাঁর নির্ভরতা বেড়েছে, চোখের তলায় কালি পড়ছে’। এদিকে ভাল নেই উত্তর কোরিয়া। খাদ্যশস্যের অভাব, খাবারের অভাবে মৃত্যুও হচ্ছে সে দেশে। জানিয়েছেন জনপ্রতিনিধি ইও সাং বাম। অন্যদিকে কিমের ঘুমের দাওয়াই খুঁজছে উত্তর কোরিয়া প্রশাসন। ইনসমনিয়া সারাতে ব্যবহৃত ওষুধ জলপিডেমের মতো ওষুধও খুঁজছে উঃ কোরিয়া প্রশাসন। ১৬ মে শেষবার জনসমক্ষে আসেন কিম জং উন।