Bike Seat Color: বাইকের সিটের রঙ কালো হয় কেন?

Bike Seat Color: বাইকের সিটের রঙ কালো হয় কেন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 03, 2023 | 2:25 PM

একটা বিষয় দেখেছেন মোটরসাইকেল কেনার সময়ে যে সিট দেওয়া হয় তার রঙ কালো। কেন সাধারণত সিটের রঙ সবসময়ে কালোই হয়? উত্তর জানেন?

একটা বিষয় দেখেছেন মোটরসাইকেল কেনার সময়ে যে সিট দেওয়া হয় তার রঙ কালো। কেন সাধারণত সিটের রঙ সবসময়ে কালোই হয়। উত্তর জানেন? আসলে মোটর সাইকেলের চল শুরু হয় মার্কিন মুলুকে আর ইউরোপে। সেখানকার তাপমাত্রা কম থাকে। তাই সিট গরম রাখতেই কালো রঙের করা হত সিট। এছাড়াও কলও রঙে ময়লা পড়লে সহজে বোঝা যায় না। মেইন্টেনেন্সের জন্যও কালো রঙ ভালো। অনেকের মতে কালোই সবচেয়ে আকর্ষণীয় রঙ। তাই স্মার্ট কালো রঙেই হয় সিট। মোটরবাইকের বডির বিভিন্ন রঙের সঙ্গে দারুণ খাপ খেয়ে যায় কালো। তাই কালো রঙের হয় মোটরবাইকের সিট। তবে কাস্টমাইজড সিট কভার তৈরি করান অনেকেই। সে ক্ষেত্রে বিভিন্ন রঙের বাহার দেখা যায়। তবে অধিকাংশের পছন্দের রঙ সেক্ষেত্রেও কালো। অনেকে ক্রিম রঙের সিটও পছন্দ করেন।