Wickets in Cricket: কেন ক্রিকেটে ৩টি স্টাম্প থাকে?

Wickets in Cricket: কেন ক্রিকেটে ৩টি স্টাম্প থাকে?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jul 01, 2023 | 11:06 PM

একটা সময়ে ক্রিকেটে ব্যবহৃত হত দুটি স্টাম্প। মানে ক্রিজের দু দিকে মোট চারটি স্টাম্প। আর চারটি স্টাম্পের মাথায় একটি করে দুটি লম্বা কাঠের বেল। সে সময়ে স্টাম্পের ভিতর ব্যাট ঢুকিয়ে রান নিতে হত। আউটের জন্যও বলকে পার করতে হত ওই স্টাম্প গলে।

একটা সময়ে ক্রিকেটে ব্যবহৃত হত দুটি স্টাম্প। মানে ক্রিজের দু দিকে মোট চারটি স্টাম্প। আর চারটি স্টাম্পের মাথায় একটি করে দুটি লম্বা কাঠের বেল। সে সময়ে স্টাম্পের ভিতর ব্যাট ঢুকিয়ে রান নিতে হত। আউটের জন্যও বলকে পার করতে হত ওই স্টাম্প গলে। ১৭৪৪ এর একটি ঘটনা এই স্টাম্পের সংখ্যা বাড়াতে বাধ্য করে। সেই ম্যাচে স্টিভেন্স নামক এক বোলারের তিনটি বল ব্যাটসম্যানকে বিট করে উইকেট গলে চলে যায়। কিন্তু বেল পড়ে না। আম্পায়ারও ব্যাটসম্যানকে নট আউট দেন। এরপর আইন বদলায় ক্রিকেটে। যুক্ত হয় আরও একটি স্টাম্প ও একটি বেল। অতীতে ছিল অফ এবং লেগ স্টাম্প। এবার যুক্ত হল মিডল স্টাম্প। তখন ছিল কাঠের স্টাম্প। ক্রিকেটের বিবর্তনে বিবর্তিত হয়েছে উইকেট আর বেল। কাঠের বদলে বেল হয়েছে স্বচ্ছ ও ফাইবারের। এখন বেল একটি ইলেক্ট্রনিক ডিভাইস। বেল উঠলে একটি সার্কিট ব্রেক হয়। আর তাতেই জ্বলে ওঠে বেল। তাছাড়াও হক আই টেকনোলজিতে স্টাম্পের মধ্যে রাখা হয় মাইক্রোফোন। রান আউট এবং নো বল নিখুঁত ভাবে দেখার জন্যয় মিডল স্টাম্পে থাকছে ক্যামেরা। এই সময়ে শুরুর দিনের ক্রিকেটের গল্প নস্টালজিক করে তোলে।