Wine Price: অনেকটা বাড়ল মদের দাম

Wine Price: অনেকটা বাড়ল মদের দাম

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 23, 2023 | 4:33 PM

কর্ণাটকে ২০% আবগারি শুল্ক বৃদ্ধি হচ্ছে। নবনির্বাচিত সিদ্দারামাইয়া সরকারের ১ম বাজেটে ১৮ স্ল্যাবে বিদেশী মদের শুল্ক বাড়ছে। ভারতীয় অ্যালকোহলিক কনফেডারেশন অ্যাসোসিয়েশন বলছে মদের দাম সর্বাধিক হবে কর্ণাটকে।

কর্ণাটকে ২০% আবগারি শুল্ক বৃদ্ধি হচ্ছে। নবনির্বাচিত সিদ্দারামাইয়া সরকারের ১ম বাজেটে ১৮ স্ল্যাবে বিদেশী মদের শুল্ক বাড়ছে। ভারতীয় অ্যালকোহলিক কনফেডারেশন অ্যাসোসিয়েশন বলছে মদের দাম সর্বাধিক হবে কর্ণাটকে। অ্যালকোহলিক পানীয় কোম্পানির কনফেডারেশনের মতে ব্যাপক ভাবে মদ বিক্রি কমবে। অন্য রাজ্যের নিরিখে প্রিমিয়াম ব্র্যান্ডের দাম চড়া কর্ণাটকে। এই সিদ্ধান্ত প্রিমিয়াম ব্র্যান্ডের বিক্রি কমাবে হুহু করে। পাশের রাজ্য থেকে লোকজন মদ কিনবে বলছে স্পিরিটস অ্যান্ড ওয়াইন অ্যাসোসিয়েশন। মদ প্রস্তুতকারক সংস্থা গুলির সংগঠন বলছে এই কর বৃদ্ধি হিতে বিপরীত হতে পারে। অতীতে অন্য রাজ্যে এরকম উদাহরণ আছে। যেকোনও রাজ্যের করের অনেকটাই আসে মদের শুল্ক থেকে। রাজ্যের আয়ের বড় অংশ নির্ভর করে মদের বিক্রির ওপরে। প্রতিদিন ভারতে মদের বাজার বড় হচ্ছে। সেই পরিস্থিতিতে কর্ণাটক সরকারের এই সিদ্ধান্তের কী ফল হয় তা বলবে ভবিষ্যৎ।