উপলক্ষ্য নারী… দিবস-রজনী | পর্ব ২: মেহেন্দিই যখন পোশাক

মেহেন্দি শুধু হাতে, পায়ে, পিঠে কেন? মেহেন্দি দিয়ে এক ট্রান্স-ওম্য়ানকে পেইন্ট করেছেন তিনি।

| Updated on: Mar 08, 2021 | 1:27 PM

সুছন্দা বন্দোপাধ্যায়। কলকাতায় ‘বেয়ার বডি’-মেহেন্দি শিল্পী হিসেবে খ্য়াতিলাভ করেছেন তিনি। মেহেন্দি শুধু হাতে, পায়ে, পিঠে কেন? মেহেন্দি দিয়ে এক ট্রান্স-ওম্য়ানকে পেইন্ট করেছেন তিনি। নিজের শরীরে ডিজ়াইন করেছেন ব্লাউজ়। যদিও এই শিল্পের জন্য় ‘বডি শেমিং’-এর শিকারও হয়েছেন সুছন্দা। সমাজ কী শেষমেশ মেনে নিল সুছন্দার এই শিল্পকে?

Follow Us: