বিশ্ব মৌমাছি দিবসে জানব কেন প্রয়োজন মৌমাছির সংরক্ষণ
শুধু কি শস্য? ফল ও শাক-সবজির ফুলের পরাগরেণু নিজের ডানায় আর রোমশ সন্ধিপদে বয়ে নিয়ে যাওয়ার কাজও করে ওই মৌমাছিরাই। কিন্তু মৌমাছি, প্রজাপতি-সহ অমেরুদণ্ডী পলিনেটর বা পরাগমিলনকারী পতঙ্গদের মধ্যে ৪০%ই এখন বিপন্ন।
মৌমাছি না থাকলে পৃথিবীতে নামবে তীব্র খাদ্যসংকট! কী বলবেন? তাই তো! তথ্য বলছে, আমাদের খাদ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ শতকরা ৮০ ভাগের জোগান দেয় গাছপালা বা উদ্ভিদ। তা সে দানা-শস্য, শাক-সবজি, ফল-মূলই হোক বা হাঁস, মুরগী বা পশুর মাংস। ডেয়ারি জাতীয় পশু খাদ্যের জোগান আসে উদ্ভিদ বা গাছপালা থেকেই। গবাদিপশু, হাঁস, মুরগী তাদের খাদ্যের জোগান পায় গাছপালা থেকেই। তাই-ই সারা পৃথিবীর ক্রপ বা শস্যের পরাগ মিলনের দ্বায়িত্ব ৩৫% শস্যক্ষেত্রে যার ওপর, সে হল মধুমক্ষিকা বা মৌমাছি। শুধু কি শস্য? ফল ও শাক-সবজির ফুলের পরাগরেণু নিজের ডানায় আর রোমশ সন্ধিপদে বয়ে নিয়ে যাওয়ার কাজও করে ওই মৌমাছিরাই। কিন্তু মৌমাছি, প্রজাপতি-সহ অমেরুদণ্ডী পলিনেটর বা পরাগমিলনকারী পতঙ্গদের মধ্যে ৪০%ই এখন বিপন্ন।
Published on: May 20, 2021 04:17 PM
Latest Videos