Kashmir Chenab Rail Bridge: আইফেল টাওয়ারও ছোট! কাশ্মীরে তৈরি এতো বড় রেল ব্রিজ বিশ্বে আর কোথাও নেই

Aug 14, 2022 | 4:34 PM

Chenab Rail Bridge: চন্দ্রভাগা নদীর উপর তৈরি এই সেতুর উচ্চতা ৩৫৯ মিটার। দৈর্ঘ্য ১৩১৫ মিটার। ভারতে নির্মিত এই সিঙ্গল আর্চ ব্রিজই হতে হতে চলেছে বিশ্বের উচ্চতম রেল সেতু।

Follow Us

শ্রীনগর (কাশ্মীর): আর বিচ্ছিন্ন নয়, এবার ভারতের বাকি অংশের সঙ্গে এবার রেলপথেও জুড়তে চলেছে ভূস্বর্গ। কাশ্মীরে তৈরি হচ্ছে আইফেল টাওয়ারের থেকেও উঁচু রেল ব্রিজ। নাম চেনাব রেল ব্রিজ। চেনাব বা চন্দ্রভাগা নদীর উপর তৈরি ব্রিজের শেষ অংশ জুড়বে ১৩ অগস্ট। এই সেতুর উচ্চতা ৩৫৯ মিটার। দৈর্ঘ্য ১৩১৫ মিটার। ভারতে নির্মিত এই সিঙ্গল আর্চ ব্রিজই হতে হতে চলেছে বিশ্বের উচ্চতম রেল সেতু। আগামী ডিসেম্বরেই শুভ উদ্বোধন হবে এই চেনাব ব্রিজের।

এই ব্রিজ তৈরির অন্যতম এক ইঞ্জিনিয়ারের কথায়, “এই সেতুর কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এরপরই পাতা হবে রেললাইন। যার কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে”। সেতু নির্মাণের সঙ্গে যুক্ত আরেক আধিকারিকের কথায়, “এই ব্রিজের নির্মাণ কাজের প্রক্রিয়া প্রযুক্তিগতভাবে খুবই জটিল। আর এখন আমরা এই কাজের একেবারে শেষ পর্যায়ে। শেষ পর্যায়ের কাজটাই একপ্রকার প্রধান কাজ। খুব তাড়াতাড়িই এই ব্রিজের সমস্ত কাজ আমরা শেষ করে ফেলতে পারব।”

শ্রীনগর (কাশ্মীর): আর বিচ্ছিন্ন নয়, এবার ভারতের বাকি অংশের সঙ্গে এবার রেলপথেও জুড়তে চলেছে ভূস্বর্গ। কাশ্মীরে তৈরি হচ্ছে আইফেল টাওয়ারের থেকেও উঁচু রেল ব্রিজ। নাম চেনাব রেল ব্রিজ। চেনাব বা চন্দ্রভাগা নদীর উপর তৈরি ব্রিজের শেষ অংশ জুড়বে ১৩ অগস্ট। এই সেতুর উচ্চতা ৩৫৯ মিটার। দৈর্ঘ্য ১৩১৫ মিটার। ভারতে নির্মিত এই সিঙ্গল আর্চ ব্রিজই হতে হতে চলেছে বিশ্বের উচ্চতম রেল সেতু। আগামী ডিসেম্বরেই শুভ উদ্বোধন হবে এই চেনাব ব্রিজের।

এই ব্রিজ তৈরির অন্যতম এক ইঞ্জিনিয়ারের কথায়, “এই সেতুর কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এরপরই পাতা হবে রেললাইন। যার কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে”। সেতু নির্মাণের সঙ্গে যুক্ত আরেক আধিকারিকের কথায়, “এই ব্রিজের নির্মাণ কাজের প্রক্রিয়া প্রযুক্তিগতভাবে খুবই জটিল। আর এখন আমরা এই কাজের একেবারে শেষ পর্যায়ে। শেষ পর্যায়ের কাজটাই একপ্রকার প্রধান কাজ। খুব তাড়াতাড়িই এই ব্রিজের সমস্ত কাজ আমরা শেষ করে ফেলতে পারব।”

Next Video