Viral Video: বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি
World's Lowest Car: লোকজন গাড়িটি দেখে হাততালি দিচ্ছেন। বিস্মিত মানুষজন হৈচৈ করছেন এই গাড়ি দেখে। টুইটার ভিডিয়োর ক্যাপশনে লেখা 'বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি'। গাড়িটি তৈরি করেছে এক ইউটিউবার।
কিছু কিছু সময়ে সোশাল মিডিয়ায় এমন সব ভিডিও ভাইরাল হয় যা দেখে মনে হয় এটা কীভাবে সম্ভব। কী করে এটা হল। সম্প্রতি সোশাল মিডিয়ায় দেখা গেছে এই ভিডিয়ো। প্রায় ৩৭ মিলিয়ন ভিউ হয়েছে ভিডিয়োটির। দেখা গেছে সায়ান রঙের এই গাড়ি। চাকা ছাড়াই দিব্যি তরতরিয়ে চলছে এই গাড়ি। যেন গাড়ির বনেট ছুটে চলেছে রাস্তায়। দরজা বন্ধ। কীভাবে চলছে গাড়িটি? গাড়ির মাথায় লাগান একটি গো প্রো ক্যামেরা। লোকজন গাড়িটি দেখে হাততালি দিচ্ছেন। বিস্মিত মানুষজন হৈচৈ করছেন এই গাড়ি দেখে। টুইটার ভিডিয়োর ক্যাপশনে লেখা ‘বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি’। গাড়িটি তৈরি করেছে এক ইউটিউবার। ভাঙা গাড়িতে রোবট ব্যবহার করে গো প্রো ক্যামেরার সাহায্যে গাড়িটি চালানো হয়েছে।
Published on: Jul 04, 2023 08:58 PM
Latest Videos