Khardaha Violence: তোলার টাকা না দেওয়ায় কী হল?

Khardaha Violence: তোলার টাকা না দেওয়ায় কী হল?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 31, 2023 | 7:09 PM

তোলার টাকা না দেওয়ায় ব্যবসায়ীদের রাস্তায় ফেলে লাঠি রড বাঁশ দিয়ে মারধোরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনার খড়দহ রাসখোলা ঘাট এলাকায়, CCTV ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। আতঙ্কিত ব্যবসায়ীরা,তদন্তে খড়দহ থানা।

তোলার টাকা না দেওয়ায় ব্যবসায়ীদের রাস্তায় ফেলে লাঠি রড বাঁশ দিয়ে মারধোরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনার খড়দহ রাসখোলা ঘাট এলাকায়, CCTV ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। আতঙ্কিত ব্যবসায়ীরা,তদন্তে খড়দহ থানা। তোলার টাকা না দেওয়ায় ব্যবসায়ীদের ওপর দুষ্কৃতীদের হামলা।খড়দহ রাসখোলা ঘাটে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এলাকার ব্যবসায়ী ঝন্টু দাশ ও তরুণ দাস। এই ব্যবসায়ীদের কাছে চার থেকে পাঁচ জন যুবক তোলা আদায় করতে আসে।তোলার টাকা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীদের রাস্তায় ফেলে বাশ রড লাঠি দিয়ে বেধরক মারধর করে। ঘটনায় আহত দুই ব্যবসায়ী।ঘটনার জেরে আতঙ্কিত ব্যবসায়ীরা।এলাকায় ব্যবসা করতে ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ।রাস্তায় ফেলে ব্যবসায়ীদের ওপর দুষ্কৃতীদের মারধরের ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। সেই সিসিটিভির ছবি tv9 বাংলার হাতে।গোটা ঘটনায় দুষ্কৃতীদের রেয়াত করা হবে না প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের। রাজ্যের বিভিন্ন জায়গায় দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত চলছে,দুষ্কৃতীদের দৌরাত্ম কোনোভাবেই আটকাতে পারছে না খড়দহ থানার পুলিশ প্রশাসন এমনটাই অভিযোগ বিজেপি নেতৃত্বের।পুলিশ প্রশাসন যদি দুষ্কৃতীদের ধরতে না পারে তাহলে আগামী দিনে ব্যবসা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা……