ইয়াসের আগেই পথবাসী মানুষদের পাশে #Proচেষ্টা

ইয়াসের আগেই পথবাসী মানুষদের পাশে #Proচেষ্টা

aryama das

|

Updated on: May 27, 2021 | 6:05 PM

শ্রেয়া আর তাঁর বন্ধুরা একজোট হয়েছেন শুকনো খাবার প্যাক করছেন তাঁরা পথবাসীদের জন্য। শ্রেয়া বলছেন চিন্তা কিসের,মানুষ যখন আছে তখন হাতও জুটে যায়।

শ্রেয়া জন্মদিনে একটা উপহার চান তাঁর স্বামী সোমদীপের কাছে। পাশে দাঁড়াতে হবে মানুষের, যারা কষ্টে আছেন। একবছর পার করে তাঁদের প্রচেষ্টা আজ পাশে পেয়েছে অনেককে। সুন্দরবনের শিশুদের জন্য পড়াশোনার জিনিসপত্র নিয়ে পাশে দাঁড়ান তাঁরা ঘূর্ণিঝড় আমফানের সময়। আমফানের স্মৃতি এখনও টাটকা। আবার আকাশে মেঘের গুরুগুরু। তাই-ই এবার আগে থেকেই তৈরি proচেষ্টা। এখন আকাশে ইয়াসের কালো মেঘ। আবার শ্রেয়া আর তাঁর বন্ধুরা একজোট হয়েছেন শুকনো খাবার প্যাক করছেন তাঁরা পথবাসীদের জন্য। শ্রেয়া বলছেন চিন্তা কিসের,মানুষ যখন আছে তখন হাতও জুটে যায়।

Published on: May 27, 2021 08:42 AM