Weather Alert: হাওয়া অফিসের সতর্কতার নানা রঙ
Weather Report: তাপপ্রবাহে লাল সতর্কতায় বাইরে বেরনোয় সাবধানতা অবলম্বন করতে বলা হয়। ২৪ ঘণ্টায় ২০৪.৫ মিমির বেশি বৃষ্টিপাত হলে জারি হয় লাল সতর্কতা।
ঘূর্ণিঝড়,ঝড়, বৃষ্টি, তাপপ্রবাহ, তুষারপাত, শিলাবৃষ্টি, ধূলিঝড়ের পূর্বাভাস দেয় আবহাওয়া দফতর। এই পূর্বাভাস দেবার সময়ে বিভিন্ন রঙের সতর্কতা বা অ্যালার্ট দেয় আবহাওয়া দফতর। লাল, কমলা আর হলুদ সতর্কতা। এগুলো আসলে কী জানেন? কেন সতর্কতায় এমন রঙের ব্যবহার? এই ৩টি রঙ ছাড়াও আবহাওয়ার পূর্বাভাসে থাকে সবুজ রঙ। সবুজের অর্থ আবহাওয়ায় বিশেষ তারতম্য নেই, কোনও সতর্কতা নেই। এরপর হলুদ সতর্কতা। অর্থ পরিস্থিতির দিকে নজর রাখুন। কমলা সতর্কতা আসে তারপর। অর্থ, আবহাওয়ার পরিস্থিতি খারাপ হচ্ছে তৈরি থাকুন। আর আবহাওয়া খুব খারাপ হলে জারি হয় লাল সতর্কতা। এক্ষেত্রে সতর্কতার রঙ বলে ‘টেক অ্যাকশন’। অর্থাৎ আবহাওয়া জনিত কারণে তৈরি হওয়া পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখুন। ঘূর্ণিঝড়,ঝড়, বৃষ্টিতে লাল সতর্কতা জারি হলে উপকূলবর্তী মানুষকে ফ্লাড রিলিফ সেন্টারে স্থানান্তরিত করা হয়। তাপপ্রবাহে লাল সতর্কতায় বাইরে বেরনোয় সাবধানতা অবলম্বন করতে বলা হয়। ২৪ ঘণ্টায় ২০৪.৫ মিমির বেশি বৃষ্টিপাত হলে জারি হয় লাল সতর্কতা।