Sanchar Saathi: সরকার এবার খুঁজে দেবে হারানো ফোন

Sanchar Saathi: সরকার এবার খুঁজে দেবে হারানো ফোন

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 20, 2023 | 2:01 PM

খোয়া যাওয়া ফোন খুঁজে পেতে পোর্টাল চালু করল কেন্দ্রীয় সরকার। 'সঞ্চার সাথী' পোর্টালে দেশবাসী চুরি হওয়া স্মার্টফোন ট্র্যাক করতে পারবেন। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স দফতরের উদ্যোগে তৈরি এই পোর্টাল। পোর্টালটি উদ্বোধন করেছেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আইএমই নম্বর দিয়ে ফোন ট্র্যাক করবে 'সঞ্চার সাথী' । ফোন ট্র্যাকিং এর সঙ্গে সঙ্গে একটা নম্বরে কতগুলো নম্বর রেজিস্টার্ড তাও জানা যাবে

আজকাল ফোনই যেন জীবন। ব্যাঙ্ক, প্যান, আধার, পাসপোর্ট সব গুরুত্বপূর্ণ নথি ও বিষয় ফোনে সংযুক্ত। তাই ফোন হারালে যেন চারপাশ অন্ধকার। খোয়া যাওয়া ফোন খুঁজে পেতে পোর্টাল চালু করল কেন্দ্রীয় সরকার। ‘সঞ্চার সাথী’ পোর্টালে দেশবাসী চুরি হওয়া স্মার্টফোন ট্র্যাক করতে পারবেন। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স দফতরের উদ্যোগে তৈরি এই পোর্টাল। পোর্টালটি উদ্বোধন করেছেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আইএমই নম্বর দিয়ে ফোন ট্র্যাক করবে ‘সঞ্চার সাথী’ । ফোন ট্র্যাকিং এর সঙ্গে সঙ্গে একটা নম্বরে কতগুলো নম্বর রেজিস্টার্ড তাও জানা যাবে। সন্দেহজনক ফোন কল এলে এই পোর্টাল থেকে সে সব কল ব্লকও করা যাবে। ফোন খুঁজে দেওয়া ছাড়াও জালিয়াতি ও প্রতারণা ঠেকাতেও কার্যকর এই ‘সঞ্চার সাথী’। ১৫ সংখ্যার আইএমইআই নম্বর পেলেই কাজ শুরু করে ‘সঞ্চার সাথী’। সিম কার্ড সংক্রান্ত জালিয়াতি বা ভুয়ো সিম কার্ড চিহ্নিত করতে কাজে দেবে এই পোর্টাল। প্রথমে দেশের কিছু শহরে পাইলট প্রজেক্ট হিসাবে চালু হয় পোর্টালটি। ১৬ অগস্ট থেকে সারা দেশেই তা চালু হল।