Panchayat Election 2023 News Update: বাম প্রার্থীর মেনু শুনলে অবাক হবেন
শলপ গ্রাম পঞ্চায়েত। হুমকির অভিযোগ ছিল বাড়ি বাড়ি। গুটিকয় প্রার্থী যাঁরা মাথা নোয়ান নি তাঁদের মধ্যে এই দুই স্বামী স্ত্রী প্রার্থী আছেন । বাড়ি বাড়ি প্রচার সেরে এবার তাঁরা বাড়ি ফিরছেন। খাবেন দুপুরের খাওয়া। ভাত, মুসুর ডাল সেদ্ধ আর আলু ভাতে।
শলপ গ্রাম পঞ্চায়েত। হুমকির অভিযোগ ছিল বাড়ি বাড়ি। গুটিকয় প্রার্থী যাঁরা মাথা নোয়ান নি তাঁদের মধ্যে এই দুই স্বামী স্ত্রী প্রার্থী আছেন । বাড়ি বাড়ি প্রচার সেরে এবার তাঁরা বাড়ি ফিরছেন। খাবেন দুপুরের খাওয়া। ভাত, মুসুর ডাল সেদ্ধ আর আলু ভাতে। তাও জানা গেল এই দিদি এবেলা মুড়ি খেয়ে কাটাবেন মনস্থ করেছিলেন। আমরা এসে পড়েছি। তাই চক্ষু লজ্জায় রেকাবিতে দু মুঠো নিয়েছেন আর কী।ভোলানাথ কয়াল,বাম প্রার্থী বলেন টিভিতে দেখায় ওরা বসে খাচ্ছে লোকের বাড়ি বাড়ি। সব লোক দেখানো।
টালির বাড়ির সামনেটায় কিছু শাক পাতা লাগিয়েছেন। কারণ বুঝতে অসুবিধে হয় না।প্রতিমা কয়াল, বাম প্রার্থী বলেন, আমরা গরিব পার্টি করি। আমরা তো এই সাধারণ খাবারই খাবো। চুরির টাকা তো নয়।তো এই ডাল ভাত খেয়েই রুখে দাঁড়িয়েছিলেন হুমকির বিরুদ্ধে এই বাম প্রার্থীরা। অথচ এঁদের খাওয়ার মেনু নিয়ে চর্চা হয় না।