World Youngest Nation: নেহাতই নতুন, নাদান দেশ
বিশ্বের বেশ কিছু দেশ অনেক বছরের পুরানো। মিশর,ভারত, গ্রীস। কিছু দেশ তৈরি হয়েছে ২১ শতকে। সীমান্তের বদলের জন্য তৈরি হয়েছে বেশ কিছু নতুন দেশ। দক্ষিণ সুদান একটি নবীন রাষ্ট্রের মধ্যে একটি। সুদান ভেঙে যাওয়ার জন্য গড়ে ওঠে এই রাষ্ট্র। বেধে যায় গৃহযুদ্ধ। এখনও সেই গৃহযুদ্ধ চলছে। দক্ষিণ সুদানের আগে তৈরি হয় কসোভো।
বিশ্বের বেশ কিছু দেশ অনেক বছরের পুরানো। মিশর,ভারত, গ্রীস। কিছু দেশ তৈরি হয়েছে ২১ শতকে। সীমান্তের বদলের জন্য তৈরি হয়েছে বেশ কিছু নতুন দেশ। দক্ষিণ সুদান একটি নবীন রাষ্ট্রের মধ্যে একটি। সুদান ভেঙে যাওয়ার জন্য গড়ে ওঠে এই রাষ্ট্র। বেধে যায় গৃহযুদ্ধ। এখনও সেই গৃহযুদ্ধ চলছে। দক্ষিণ সুদানের আগে তৈরি হয় কসোভো। এই দেশটি ২০০৮-র সার্বিয়ার থেকে স্বাধীনতা পায়। ২০০৬-এ সার্বিয়ার ভাঙনে ২টি রাষ্ট্র তৈরি হয়, সার্বিয়া ও মন্টেনেগ্রো এবং ইউনিয়ন অফ সার্বিয়া। ১৯১৪, ২৮ জুলাই অস্ট্রিয়া হামলা করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের ওপর। এই জন্য প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে জড়িয়ে পড়ে ইংল্যান্ড,ফ্রান্স, রাশিয়া ও ইটালি। বিশ্বের নতুন দেশ পূর্ব তিমোরের নাম আছে নতুন দেশের তালিকায়। আগে ইন্দোনেশিয়ার মধ্যে ছিল এই রাষ্ট্রটি। ২০০২-এ পূর্ব তিমোর রাষ্ট্রের মর্যাদা পায়।
Published on: Jul 16, 2023 12:17 PM
Latest Videos