Viral Video Today: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য অনেকেই বাইক নিয়ে স্টান্ট করেন। তার পরিনামও খুব একটা ভাল হয় না। সামান্য একটু ভুলের জন্য বিরাট বড় কোনও বিপদ ঘটে যায়। আবার এমনও অনেক ভিডিয়ো চোখে পড়ে, যেখানে কারও স্টান্ট দেখলে চোখ ফেরানো দায় হয়ে যায়। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োটি বাইক স্টান্টের। ভিডিয়োয় দুই যুবককে বাইক নিয়ে মাটি থেকে অনেক উঁচুতে স্টান্ট করতে দেখা যাচ্ছে। তাদের এমন স্টান্ট দেখে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, দুই যুবক মাটিতে বাইকে চড়ে সেই বাইক নিয়ে রীতিমতো হাওয়ায় ভেসে যায়। তাদের বাইক চালানোর স্টাইল দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। যুবক দু’জন বাইকটি হাওয়ায় তুলে কিছুক্ষণের জন্য হ্যান্ডেল থেকে তাদের হাত সরিয়ে নেয়। শুধু তাই নয়, মুহুর্তের জন্য তার শরীরও হাওয়ায় ভাসিয়ে দেন। এই ধরনের দৃশ্য সাধারণত দেখা যায় না। আর দেখা গেলেও সিনেমায়। কিন্তু সামনা সামনি এমন করতে দেখে অবাক সেখানে উপস্থিত অনেকেই। পুরো স্টান্টটাকে ড্রোন ক্যামেরায় তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে।
পোস্ট করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত অনেক স্টান্টের ভিডিয়োই ভাইরাল হয়েছে। তবে এই ভিডিয়োটি বেশ অন্যরকম বলে দাবি অধিকাংশ নেটিজেনের। অনেক অনেক কমেন্টও করেছেন ভিডিয়োয়। অনেকেই কমেন্ট সেকশনে ক্যামেরাম্যানের প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী বলেছেন, “আমি আমার জীবনে একবার এমন করতে চাই।”